ICC World Cup 2019: `স্টেডি হ্যান্ড চ্যালেঞ্জ` হিটম্যানের! দেখুন ভিডিয়ো
বিসিসিআইএর অফিসিয়াল টুইটারে রোহিতের `স্টেডি হ্যান্ড চ্যালেঞ্জ` ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: বুধবারই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারই ওভালে অনুশীলনে নেমে পড়েন বিরাটরা। শনিবার প্রথম ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে নামার আগে হালকা মেজাজেই রয়েছেন বিরাট-রোহিত-হার্দিক-ধোনিরা। ফটো সেশনের পাশাপাশি 'স্টেডি হ্যান্ড চ্যালেঞ্জ'-এ অংশ নিলেন ভারতীয় ওপেনার তথা দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা।
বিসিসিআইএর অফিসিয়াল টুইটারে রোহিতের 'স্টেডি হ্যান্ড চ্যালেঞ্জ' ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভারতীয় দলের সহ-অধিনায়ক প্রায় জিতেই গিয়েছিলেন সেই চ্যালেঞ্জ। কিন্তু প্রায় তীরে এসে তরী ডোবার মতো অবস্থা হল হিটম্যানের। একটুর জন্য বাজিটা জিততে পারলেন না তিনি।
আরও পড়ুন - ICC World Cup 2019: বিশ্বকাপের সেরা তিন পেসারকে বেছে নিলেন ব্রেট লি
বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বলা যেতে পারে এই রোহিত শর্মাকে। ওপেনিংয়ে শিখর ধাওয়ান-রোহিত শর্মা জুটি বিশ্বকাপে ভরসা জোগাচ্ছে মেন ইন ব্লুজদের।