নিজস্ব প্রতিবেদন: চ্যাম্পিয়ন্স লিগে রুদ্ধশ্বাস জয় পেল রিয়াল মাদ্রিদ। গোলের নয়া নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।  বার্নাবিউতে বোরুশিয়া ডর্টমুন্ডকে তিন-দুই গোলে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা। গ্রুপ এইচ থেকে আগেই নক আউটে চলে গেছিল রিয়াল। মেগা ম্যাচে জিদানের দলকে প্রথমে এগিয়ে দেন বোরজা মায়োরাল। তারপর রোনাল্ডোর দুরন্ত গোল। দু গোলে পিছিয়ে পরার পরও হাল ছাড়েনি জার্মানির দলটি। জোড়া গোল করে ম্যাচ জমিয়ে দেন আউবামেয়াঙ। খেলার একেবারে শেষদিকে লুকাস ভাসকোয়েজের গোলে থ্রিলারে জেতে রিয়াল মাদ্রিদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিরল নজিরের দোরগোড়ায় বিরাট, টেস্টে এক লাফে দুই'য়ে কোহলি


উল্লেখ্য, ডর্টমুন্ডের বিরুদ্ধে গোল করে প্রথম ফুটবলার হিসাবে গ্রুপ লিগের সবকটা ম্যাচে গোল করার নজির গড়লেন সিআরসেভেন। বোরুশিয়ার বিরুদ্ধে বার্নাবিউতে গোল করে নয়া এই রেকর্ড গড়ে ফেলেন পর্তুগিজ তারকা। চলতি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগেই নয় গোল করা হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইউরোপের সেরা টুর্নামেন্টের গ্রুপ লিগে মোট ষাট গোল করে মেসিকে ছুঁয়ে ফেললেন সিআরসেভেন। নজির গড়ার পর রোনাল্ডো তাই স্বীকারও করছেন যে চ্যাম্পিয়ন্স লিগে তিনি খেলতে আর গোল করতে পছন্দ করেন।


আরও পড়ুন-  'জীবন ঝুঁকি নিয়ে খেলতে নেমেছে ক্রিকেটাররা', দিল্লি দূষণে রিপোর্ট ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের