নিজস্ব প্রতিনিধি : পাহাড়ের চূড়ায় বসে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর ধারে-কাছে কেউ নেই। পাঁচটা ব্যালন ডি অর। সঙ্গে পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ। ইউক্রেনের রাজধানী কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জেতার পর থেক রোনাল্ডো যেন রেকর্ড বুক পকেটে নিয়ে ঘুরছেন। এমনিতে ইউরোপিয়ান ফুটবল সার্কিটে এক কথা প্রচলিত রয়েছে। 'চ্যাম্পিয়ন্স লিগ রোনাল্ডোর টুর্নামেন্ট।' কথাটা যেন অক্ষরে অক্ষরে সত্যি। এক নজরে দেখে নেওয়া যাক এই টুর্নামেন্টে রোনাল্ডোর কী কী রেকর্ড রয়েছে-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ইস্তানবুলে, ইউরো কাপ ফাইনাল ওয়েম্বলিতে


উয়েফা ক্লাব স্তরের সব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল-১২৩
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা- ১২০
চ্যাম্পিয়ন্স লিগের এক মরশুমে সর্বোচ্চ  গোলদাতা- ১৭ (২০১৩-১৪ মরশুম)
একমাত্র ফুটবলার হিসাবে তিনটে চ্যাম্পিয়্ন্স লিগ ফাইনালে গোল করেছেন।
একমাত্র ফুটবলার হিসাবে চ্যাম্পিয়ন্স লিগের সব ক'টা গ্রুপ ম্যাচে গোল করেছেন।
একমাত্র ফুটবলার হিসাবে একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে (জুভেন্তাস) চ্যাম্পিয়ন্স লিগে ১০টা গোল করেছেন।
রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলদাতা-৪৫০।