নিজস্ব প্রতিনিধি : ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়ালে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ গত বছর স্পেন থেকে ইতালিতে পাড়ি দিয়েছেন তিনি। তবে এরই মধ্যে পর্তুগিজ তারকার বিরুদ্ধে বিপুল পরিমাণ কর ফাঁকির অভিযোগ উঠেছে৷ গত বছরই স্প্যানিশ ট্যাক্স অথরিটির সঙ্গে ১ কোটি ৮৮ লক্ষ ইউরোর বিনিময়ে কোনওরকমে সাজার হাত থেকে রক্ষা পান রোনাল্ডো। কিন্তু ব্যাপারটা এত সহজে মিটছে না। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার মাদ্রিদের আদালতে রোনাল্ডোর কর ফাঁকির মামলার চূড়ান্ত শুনানি হবে। পরিস্থিতি যা তাতে কর ফাঁকির মামলায় ফ্যাসাদে পড়তে হতে পারে রোনাল্ডোকে। স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, রোনাল্ডো এর আগে মামলার রফা করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। ফলে আরও একবার একই মামলায় সমস্যায় পড়তে পারেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  যেন প্রতীকী! অস্ট্রেলিয়ায় ম্যাচের মাঝে নিভল আলো


ধর্ষণ-কাণ্ডে নাম জড়ানোয় ইতিমধ্যে বেশ অস্বস্তিতে রয়েছেন সিআরসেভেন। ক্যাথরিন মায়োরগা নামের এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। সেই মামলায় ক্রমশ কোণঠাঁসা হয়ে পড়ছেন রোনাল্ডো। ইতিমধ্যে রোনাল্ডোর কাছে ডিএনএ-র নমুনা চেয়ে পাঠিয়েছে লস এঞ্জেলস পুলিস। এসবের মধ্যে আবার নতুন ঝামেলা। সময়টা একেবারেই ভাল যাচ্ছে না তাঁর।  সোমবার সিরিয়া-এ লিগে চিয়েভোর বিরুদ্ধে খেলে মাদ্রিদ উড়ে যাওয়ার কথা জুভেন্তাস তারকার৷ সেখানে মামলার শুনানির সময় তাঁর আদালতে উপস্থিত থাকার কথা। কর ফাঁকির ক্ষেত্রে স্পেনে আইন খুব কড়া। এর আগে মেসির নামও জড়িয়েছিল কর-ফাঁকি কাণ্ডে। আর এবার রোনাল্ডো!


আরও পড়ুন-  হার্দিক-রাহুলের লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যে ‘নারীবাদী’ স্বরা ভাস্করের মত কী?


স্প্যানিশ সংবাদমাধ্যমের একাংশের দাবি, কর ফাঁকির জন্য কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে রোনাল্ডোকে। এক্ষেত্রে রোনাল্ডোর ২৩ মাসে জেল হতে পারে বলে খবর৷ ইতিমধ্যেই ৫৭ লক্ষ ইউরো দিয়ে দিয়েছেন রোনাল্ডো৷ পাশাপাশি সুদ বাবদ ১০ লক্ষ ইউরো জমা দিয়েছেন৷ কিন্তু তাতেও মামলার গেরো থেকে রক্ষা পাননি তিনি। মঙ্গলবারই তাঁর ভাগ্য নির্ধারণ হবে বলে খবর। অন্যদিকে, রিয়ালের সমর্থকরা রোনাল্ডো মাদ্রিদে ফেরায় বেজায় খুশি। তাঁদের বক্তব্য, যে কারণেই হোক, রোনাল্ডো এতদিন পর আবার ফিরছেন মাদ্রিদে!