ওয়েব ডেস্ক: রিয়াল তারকা রোনাল্ডো আবার প্রেমে পড়েছেন? আজ্ঞে হ্যাঁ। মুখে কিছু না বললেও, কর্মেই মিলেছে পরিচয়! ইন্সটাগ্রামে একে ওপরের ছবি লাইক থেকেই নাকি প্রেম! ৭৭ মিলিয়ন ইন্সটা ফলোয়ারের মধ্যে থেকে এমন কোন লাস্যময়ী রোনাল্ডোকে নিজের জালে জড়ালেন? উত্তর- ২৩ বছরের স্প্যানিশ সুন্দরী দেসিরো কোর্দোরো। 'মিস স্পেন' দেসিরো কোর্দোরোর সঙ্গেই প্রেম করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দাবি খেলাভিত্তিক এক আন্তর্জাতিক দৈনিক ওয়েব পোর্টালের। স্প্যানিশ পত্রিকাতেও সিআর সেভেন ও দেসিরো কোর্দোরোর প্রেম শিরোনামে এসেছে। তবে এখনও নিজেদের সম্পর্ক নিয়ে 'স্পিকটি নট' দুই তারকাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আর দেসিরো কোর্দোরোর সঙ্গে রোনাল্ডোর প্রেমের খবর শিরোনামে আসতেই বেজায় চটেছেন দেসিরোর প্রাক্তন প্রেমিক ফুটবলার এনজো রেনেয়া। তবে এই বিষয়ে কর্ণপাত করেননি কেউই। বরং দুজনেই একান্তে সময় কাটাচ্ছেন।