পেনাল্টি মিস, তবু নায়ক রোনাল্ডোই
দেশের জার্সিতে এবার রোনাল্ডো ম্যাজিক। লাটাভিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে পর্তুগালের জয়ের নায়ক সিআরসেভেনই। পেনাল্টি নষ্ট না করলে হ্যাটট্রিকও করতে পারতেন পর্তুগিজ তারকা।
ব্যুরো: দেশের জার্সিতে এবার রোনাল্ডো ম্যাজিক। লাটাভিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে পর্তুগালের জয়ের নায়ক সিআরসেভেনই। পেনাল্টি নষ্ট না করলে হ্যাটট্রিকও করতে পারতেন পর্তুগিজ তারকা।
লাটাভিয়ার বিরুদ্ধে শুরু থেকেই ম্যাচে জাঁকিয়ে বসে ইউরো চ্যাম্পিয়নরা। একটা সময় ফার্নান্ডো স্যান্টোসের দলের বল পজেসন ছিল প্রায় পঁচাত্তর শতাংশ। তাই প্রত্যাশামত ম্যাচে রোনাল্ডোর গোলে লিডও নিয়ে নেয় পর্তুগাল। তবে দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। লাটাভিয়া ম্যাচে সমতা ফেরানোর পরেই জ্বলে ওঠে পর্তুগাল। তিনটে গোল করে ম্যাচ পকেটে পুরে ফেলে ইউরো চ্যাম্পিয়ন-রা। প্রথমে রিকার্ডো কারেসমোর ক্রশ থেকে গোল করেন উইলিয়াম কার্ভালহো। তারপর ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে পর্তুগালের জয় প্রায় নিশ্চিত করে দেন রোনাল্ডো। খেলার একেবারে শেষ দিকে পর্তুগালের চতুর্থ গোলটি ব্রুনো আলভেসের।