নিজস্ব প্রতিবেদন: দুরন্ত রয় কৃষ্ণা। দুরন্ত এটিকে। চলতি মরশুমে আইএসএলে জয়ের হ্যাটট্রিক করল কলকাতা। সেই সঙ্গে এবারের আইএসএলে প্রথম হারের মুখ দেখল জামশেদপুর। শনিবার বৃষ্টিস্নাত যুবভারতীতে জামশেদপুর এফসি-কে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল অ্যান্তোনিও লোপেজ হাবাসের এটিকে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




 


শনিবার ম্যাচে বল পজিশনে পিছিয়ে থাকলেও আধিপত্য রেখে খেলে এটিকে। প্রথমার্ধে অবশ্য লড়াই হয় সেয়ানে সেয়ানে। দুই দলই গোল করতে পারেনি। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দু দুবার কলকাতাকে এগিয়ে দেন রয় কৃষ্ণা। ৫৭ ও ৭১ মিনিটে এটিকের হয়ে গোল করেন তিনি। জোড়া গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি জামশেদপুর। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন সের্জিও ক্যাস্টেল। আর ম্যাচের ইনজুরি টাইমে এডু গার্সিয়ার গোলে জামশেদপুরের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় এটিকে।


 



২০১৯-২০ মরশুমে আইএসএলের প্রথম ম্যাচে কেরালার ব্লাষ্টার্সের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছে এটিকে। পর পর তিন ম্যাচে জয় পেল কলকাতার দলটি। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে হাবাসের দল।


আরও পড়ুন - কাল নাগপুরে ফাইনাল! হাইভোল্টেজ ম্যাচের আগে জেনে নিন ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ