নিজস্ব প্রতিবেদন: আইপিএলের (IPL 2021) মুখে ফের করোনা আক্রান্ত আরেক ক্রিকেটার। দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) স্টার অলরাউন্ডার অক্ষর প্য়াটেলের (Axar Patel) পর এবার করোনা থাবা বসাল রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের (RCB) তারকা ব্য়াটসম্য়ান দেবদূত পাড্ডিকলের (Devdutt Padikkal) শরীরে। এমনটাই রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। ২০ বছরের পাড্ডিকল এই মুহূর্তে কোয়ারেন্টিনে রয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজয় হাজার ট্রফিতে (Vijay Hazare Trophy) আগুনে ফর্মে ছিলেন পাড্ডিকল। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছিল তাঁর ব্য়াটেই। ৭ ম্য়াচে ১৪৭.৪০-এর গড়ে পাড্ডিকল করেছিলেন ৭৩৭ রান। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) নিতীশ রানাও (Nitish Rana) করোনার সংস্পর্শে এসেছেন বলেই জানা যাচ্ছে। অন্য়দিকে চেন্নাই সুপার কিংসের (CSK) এক স্টাফেরও শরীরে মারণ ভাইরাস বাসা বেঁধেছে বলে খবর। টুর্নামেন্ট শুরু হতে আর এক সপ্তাহ বাকি নেই। তার মধ্য়েই আইপিএল আয়োজকদের কপালে ভাঁজ ফেলেছে করোনা। গত শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ৮ জন কর্মীর করোনা আক্রান্ত হয়েছেন। 


পাড্ডিকলের করোনা আক্রান্ত হওয়ার খবর এখনও সরকারি ভাবে আরসিবি-র পক্ষ থেকে জানানো হয়নি। বিসিসিআই-এর স্ট্য়ান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনে পাড্ডিকলকে ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। নিয়ম অনুযায়ী আরটি-পিসিআর পরীক্ষার প্রথম রিপোর্ট আসার দিন থেকে ১০ দিনের নিভূতবাস অথবা করোনা নমুনা সংগ্রহের দিন থেকে ১০ দিন আইসোলেশন। যেটা আগে হবে সেটাকেই মান্য়তা দেওয়া হবে। আইসোলেশনে থাকাকালীন নবম ও দশম দিনে দফায় দফায় আরটি-পিসিআর পরীক্ষা হবে করোনা আক্রান্ত ক্রিকেটারের। রিপোর্ট নেগেটিভ আসার পর ২৪ ঘণ্টা দেখা হবে। যদি আর কোনও করোনা লক্ষণ না থাকে তবেই সেই প্লেয়ারকে ফের অন্য় প্লেয়ারদের সঙ্গে ফের বায়ো-বাবলে প্রবেশ করতে দেওয়া হবে।