নিজস্ব প্রতিবেদন: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) প্লে-অফে (IPL 2022 Playoff) ওঠার জন্য বিশেষ ধন্য়বাদ জানাল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) টিম ডেভিডকে (Tim David) সিঙ্গাপুর-অজি ব্যাটারের ১১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসই ম্যাচের রঙ বদলে দিয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডেভিডের ব্যাটে ভর করেই মুম্বই মরশুমের শেষ ম্যাচ জেতে এবং দিল্লি ক্যাপিটালস প্লে-অফ দৌড় থেকে ছিটকে যায়। আরসিবি পৌঁছে যায় শেষ চারে। মুম্বইয়ের হয়ে খেলার আগে ডেভিড খেলেছেন আরসিবি-র জার্সিতে। ম্য়াচের পর ডেভিডের প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি লেখে, "আমরা তোমাকে ভালবাসি টিম ডেভিড। তুমি খুব ভাল খেলছ। আরও শক্তিশালী হয়ে ওঠো।"



চলতি ক্রোড়পতি লিগ পেয়ে গিয়েছে খেতাবি লড়াইয়ে থাকার চার দাবিদারকে। গুজরাত টাইটান্স (১৪ ম্যাচে ২০), লখনউ সুপার জায়েন্টস (১৪ ম্যাচে ১৮), রাজস্থান রয়্যালস (১৪ ম্যাচে ১৮) ও আরসিবি (১৪ ম্য়াচে ১৬) এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবে।


আইপিএল প্লে-অফ সূচি: (IPL 2022 Playoff Schedule)


কোয়ালিফায়ার ওয়ান (Qualifier 1): 
গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)
ম্যাচ: ২৪ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) ম্যাচ।


এলিমিনেটর (Eliminator):
লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)
ম্যাচ:২৫ মে বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) ম্যাচ।
 
কোয়ালিফায়ার টু (Qualifier 2): 
কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দলের মুখোমুখি হবে এলিমিনেটরের জয়ী দল
ম্যাচ: ২৭ মে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)


আইপিএল ফাইনাল (IPL 2022 Final)
প্রথম কোয়ালিফায়ারের জয়ী দলের বিরুদ্ধে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল
ম্যাচ: ২৯ মে রবিবার রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)


আরও পড়ুন: Virat Kohli: ফাফ-ম্যাক্সওয়েলের সঙ্গে মজার সেলফি! কলকাতার ফ্যানদের বার্তা বিরাটের


আরও পড়ুন: IPL 2022 Playoff Schedule: খেতাবি লড়াইয়ে চার দাবিদার! জেনে নিন মুখোমুখি কোন দল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)