নিজস্ব প্রতিবেদন : এবি ডিভিলিয়ার্স-মার্কোস স্টোইনিস জুটির দুরন্ত ব্যাটিং। সঙ্গে ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং স্টেইনহীন আরসিবির। ১৭ রানে পঞ্জাবকে হারাল বেঙ্গালুরু। পর পর তিন ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফে যাওয়ার ক্ষীণ সম্ভবনা জিইয়ে রাখল বিরাটের দল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার টস জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাটিং করতে পাঠান পঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। শুরুতেই  বিরাট কোহলিকে ১৩ রানে ফিরিয়ে দিয়ে আরসিবি শিবিরে আঘাত হানেন মহম্মদ শামি। এরপর পার্থিব প্যাটেল এবং এবিডিভিলিয়ার্স জুটি দলকে টানেন। পার্থিব অবশ্য ২৪ বলে ৪৩ রানে আউট হয়ে ফিরে যান। মঈন আলি অবশ্য এদিন মাত্র ৪ রানে আউট হলেন। আকাশদীপ নাথও ৩ রানে আউট হলেন। কিন্তু ডিভিলিয়ার্স এবং মার্কোস স্টোইনিস জুটি বেঙ্গালুরুকে ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে। ৪৪ বলে ৮২ রানে অপরাজিত থাকেন ডিভিলিয়ার্স। আর ৩৪ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন স্টোইনিস। ৪ উইকেট হারিয়ে ২০২ রান তোলে আরসিবি। 



২০৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন ক্রিস গেইল এবং লোকেশ রাহুল। কিন্তু গেইলকে ২৩ রানে ফেরালেন উমেশ যাদব। মায়াঙ্ক আগরওয়াল ৩৫ রান করেন। ৪২ রান করেন রাহুল। এরপর ডেভিড মিলার এবং নিকোলাস পুরান জুটি পঞ্জাবকে টানতে থাকেন। কিন্তু ম্যাচ ঘোরালেন নভদীপ সাইনি। এক ওভারেই ডেভিড মিলার(২৪) ও নিকোলাস পুরানকে (৪৬)তুলে নেন তিনি। আর শেষ ওভারে দুরন্ত বোলিং করলেন উমেশ যাদব। ৭ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে পঞ্জাব। ১৭ রানে জয় পেল বেঙ্গালুরু।


আরও পড়ুন- ICC World Cup 2019: এবারের বিশ্বকাপ একদম সহজ হবে না কোনও দলের জন্যই, বলছেন সৌরভ গাঙ্গুলি