নিজস্ব প্রতিবেদন: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে বিরাট কোহলির (Virat Kohli) রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)। টানা চার ম্য়াচ জিতে আট পয়েন্টের সৌজন্য়ে বিরাটরা এখন লিগ টেবিলে সবার ওপরে। বৃহস্পতিবারে ওয়াংখেড়েতে রাজস্থান রয়্য়ালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ১০ উইকেটে জিতল বিরাট অ্যান্ড কোং।এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। ব্য়াট করতে পাঠান সঞ্জু স্যামসনের রাজস্থানকে। শিবম দুবে (৪৬) ও রাহুল তেওয়াটিয়ার (৪০) ব্য়াটে রাজস্থান ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে নির্ধারিত ওভারে। আরসিবি-র হয়ে তিন উইকেট করে নেন মহম্মদ সিরাজ ও হর্ষল প্য়াটেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:IPL 2020: টস জিতেও Kohli ভাবলেন হেরেছেন তিনি! সোশ্য়াল মিডিয়ায় উঠল হাসির রোল


রান তাড়া করতে নামেন কোহলি ও দেবদূত পাড্ডিকল। যে মেজাজে তাঁরা ব্য়াটিং শুরু করেন, দেখে মনে হচ্ছিল আজ তাঁরা উইকেট না-দেওয়ার শপথ নিয়েই মাঠে নেমেছেন। বাস্তবে সেটাই হল জুটিতে রান লুটি করে ম্য়াচ বার করে দিলেন। পাড্ডিকল করলেন ঝকঝকে অপরাজিত সেঞ্চুরি (৫২ বলে ১০১)। আগুনে ইনিংসে ১১টি চার ও ৬টি ছয় মারেন তরুণ ব্য়াটসম্য়ান। অন্য়দিকে ক্য়াপ্টেন কোহলি ৪৭ বলে ৭২ রানে নটআউট থাকেন। কিং কোহলি মারেন ৬টি চার ও ৩টি ছয়। কোহলিরা এভাবে খেলতে থাকলে তাঁদের হারানোর মতো হয়তো দল খুঁজে পাওয়া যাবে না এই মরসুমে।