IPL 2020: টস জিতেও Kohli ভাবলেন হেরেছেন তিনি! সোশ্য়াল মিডিয়ায় উঠল হাসির রোল

"আসলে আমার টস জেতার অভ্য়াস নেই।" 

Updated By: Apr 22, 2021, 10:56 PM IST
IPL 2020: টস জিতেও Kohli ভাবলেন হেরেছেন তিনি! সোশ্য়াল মিডিয়ায় উঠল হাসির রোল

নিজস্ব প্রতিবেদন: রাজস্থান রয়্য়ালস বনাম রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ম্য়াচের শুরুতেই উঠল হাসির রোল! বিরাট কোহলি টস জিতেও ভাবলেন তিনি হেরেছেন। লাজুক মুখে হাসতে হাসতে অকপটে সঞ্চালক ইয়ান বিশপকে বলেও ফেলেলন,"আসলে আমার টস জেতার অভ্য়াস নেই।" ইংল্যান্ড সিরিজে টানা ছ’বার টস হারার স্মৃতি এখনও কোহলির মনে টাটকা। নাহলে এমনটা তিনি বলতে পারতেন না। কোহলির এই ভিডিও সোশ্য়ালে আসতেই ভাইরাল হয়ে যায়। যা দেখে নেটাগরিকরা হেসে লুটোপুটি খেয়েছেন।

আরও পড়ুন: IPL 2020: ক্য়াপ্টেন Morgan কে পছন্দ নয় তাঁর, জানিয়ে দিলেন ঠোঁট কাটা Sehwag

ঘটনাচক্রে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ‘হেড’ কল করেছিলেন। তবে কয়েন মাটিতে পড়ার সময় দেখা যায় 'টেল' এসেছে। কোহলি বুঝতে না পেরে পিছিয়ে গিয়ে সঞ্জুকে এগিয়ে দেন। এরপর ইয়ান বিশপ নিজে কোহলিকে জানান যে, টস তিনিই জিতেছেন! তারপর সঞ্জু ও কোহলি দু'জনেই হেসে ফেলেন। কোহলি জানান যে তিনি ফিল্ডিং করবেন। ক্রিকেটের এই মজার ছোট ছোট ঘটনাগুলোই মানুষের মনে থেকে যায়।