নিজস্ব প্রতিবেদন: ইঙ্গিত আগেই মিলেছিল। এবার স্টিভ স্মিথের সঙ্গে সম্পর্ক শেষ করল রাজস্থান রয়্যালস। আইপিএলের ১৪ তম সংস্করণের আগে স্মিথ সহ আট ক্রিকেটারকে ছাড়ল রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। একই সঙ্গে সঞ্জু স্যামসনকে অধিনায়কও ঘোষণা করে দিল রাজস্থান।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



স্টিভ স্মিথ, অঙ্কিত রাজপুত, ওসানে থমাস, আকাশ সিং, বরুন অ্যারন, টম কুরান, অনিরুদ্ধ জোশী, শশাঙ্ক সিংকে ছেড়ে দিল রাজস্থান রয়্যালস। পাশাপাশি শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ করল রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।


আরও পড়ুন- IPL 2021: CSK-এর সঙ্গে সম্পর্ক শেষ বিশ্বকাপজয়ী ভারতীয় তারকার



 



এদিকে ২০২১ সালের আইপিএলের আগে লাসিথ মালিঙ্গা সহ সাত ক্রিকেটারকে ছেড়ে দিল গতবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। মালিঙ্গা ছাড়া বাতিলের তালিকায় রয়েছেন- মিচ ম্যাকক্লেনাঘন, জেমস প্যাটিনসন, নাথান কুল্টার-নাইল, শেরফান রাদারফোর্ড, প্রিন্স বলবন্ত রাই, দিগ্বিজয় দেশমুখ।  তেমনই ১৮ ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বই।  


আরও পড়ুন- IPL 2021: মিনি নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ছাড়ল KKR,কাদের ধরে রাখল নাইট ফ্র্যাঞ্চাইজি, জেনে নিন