IPL 2021: মিনি নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ছাড়ল KKR,কাদের ধরে রাখল নাইট ফ্র্যাঞ্চাইজি, জেনে নিন
তার আগে পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স।
নিজস্ব প্রতিবেদন: ২০২১ সালের আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। ফেব্রুয়ারিতে হবে মিনি নিলাম। তার আগে পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। তবে ৬ বিদেশি এবং ১১ জন ভারতীয় ক্রিকেটারকে ধরে রাখল কিং খানের দল।
Morgan on KKR’s Retention Wishlist: “Would be brilliant if we could keep everyone together.”
Agree with skipper @Eoin16 about retaining the core?#KKR #IPLRetention pic.twitter.com/YfmFgf5KiR
— KolkataKnightRiders (@KKRiders) January 20, 2021
২০২০ সালের আইপিএলে শেষ সাত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানকে ধরে রাখল দল। একই সঙ্গে ধরে রাখা হল দীনেশ কার্তিককেও। মিনি নিলামের আগে যে পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর তাঁরা হলেন-
টম ব্যান্টন (ইংল্যান্ড)
ক্রিস গ্রিন (অস্ট্রেলিয়া)
সিদ্ধেশ লাড (ভারত)
নিখিল নায়ক (ভারত)
এম সিদ্ধার্থ (ভারত)
Meet the Retained Knights for #IPL2021#KKR #Cricket pic.twitter.com/dkW857CWX8
— KolkataKnightRiders (@KKRiders) January 20, 2021
তেমনই মোট ১৭ জন ক্রিকেটারকে রিটেন করেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। এঁরা হলেন-
ইয়ন মরগ্যান (ইংল্যান্ড)
দীনেশ কার্তিক (ভারত)
নীতিশ রানা (ভারত)
শুভমান গিল (ভারত)
রিঙ্কু সিং (ভারত)
রাহুল ত্রিপাঠী (ভারত)
কমলেশ নাগরকোটি (ভারত)
কুলদীপ যাদব (ভারত)
লকি ফার্গুসন (নিউ জিল্যান্ড)
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
প্রসিদ্ধ কৃষ্ণ (ভারত)
সন্দীপ ওয়ারিয়র (ভারত)
শিবম মাভি (ভারত)
বরুণ চক্রবর্তী (ভারত)
আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)
সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)
টিম সেইফার্ট (নিউ জিল্যান্ড)
আরও পড়ুন - IPL 2021: CSK-এর সঙ্গে সম্পর্ক শেষ বিশ্বকাপজয়ী ভারতীয় তারকার
২০২০ সালের আইপিএলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে শেষ করায় প্লে-অফের সুযোগ হাতছাড়া করে।
আরও পড়ুন - ব্রিসবেনের নতুন নাম হোক 'পন্থ নগর', দাবি Sehwag-এর