নিজস্ব প্রতিবেদন: মিতালি রাজের (Mithali Raj) পরে খেলা ছাড়ার কথা ঘোষণা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) আরও এক অভিজ্ঞ তারকা। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন অলরাউন্ডার রুমেলি ধর (Rumeli Dhar)। বুধবার ইনস্টাগ্রামে নিজের অবসর নেওয়ার কথা জানিয়ে দেন বাংলার (Bengal) অভিজ্ঞ ক্রিকেটার। ঝুলন গোস্বামী (Jhulan Goswami) তাঁর যাত্রা নদীয়ার চাকদহ থেকে শুরু করেছিলেন। তাঁর বন্ধু রুমেলির যাত্রা শুরু হয়েছিল উত্তর ২৪ পরগণার শ্যামনগর থেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৮ বছর বয়সী রুমেলি ভারতের হয়ে ৪টি টেস্ট, ৭৮টি একদিনের ম্যাচ ও ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ২৩৬ রান ও ৮টি উইকেট নিয়েছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রুমেলির ঝুলিতে রয়েছে ৯৬১ রান ও ৬৩টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৩১ রান ও ১৩টি উইকেট।


 



রুমেলি শেষবার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন ২০১৮ সালে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ টি-টোয়েন্টি  ম্যাচে মাঠে নামেন তিনি। তবে জাতীয় স্তরের ক্রিকেটে সক্রিয় ছিলেন ধর। গত বছর নভেম্বরে বাংলার হয়ে সিনিয়র ওমেন ওয়ান ডে টুর্নামেন্টে শেষ বার মাঠে নামেন রুমেলি।


২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত মহিলা বিশ্বকাপে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তবে সে বার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৮ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। 


আরও পড়ুন: Virat Kohli, ENG vs IND: ইতিহাস গড়ার আগে সতীর্থদের কী বলে উদ্বুদ্ধ করলেন Team India-র প্রাক্তন 'নেতা'


আরও পড়ুন: Virat Kohli, ENG vs IND: করোনা আক্রান্ত হলেও এখন সুস্থ বিরাট, অনুশীলন ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)