নিজস্ব প্রতিবেদন: বাংলায় একটা চালু প্রবাদ আছে। ‘রাজায় রাজায় যুদ্ধ হয়। উলুখাগড়ার প্রাণ যায়’। প্রবাদটা একেবারে রাশিয়া (Russia) ও বেলারুশের (Belarus) টেনিস খেলোয়াড়রা প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারছেন। কারণ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে (Russia Ukraine War) যুদ্ধের জন্য অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার মতো এ বার উইম্বলডনে (Wimbledon 2022) যোগ দেওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এটাই মেনে নিতে পারছেন না নোভাক জকোভিচ (Novak Djokovic) ও রাফায়েল নাদাল (Rafael Nadal)। রাশিয়া ও বেলারুশের টেনিস খেলোয়াড়রা আসন্ন উইম্বলডনে নির্বাসিত হলে সেটা তাঁদের প্রতি অবিচার হবে। এমনটাই মনে করেন দুই শীর্ষ বাছাই তারকা। তাই দুজনেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুই দেশের এই জটিল পরিস্থিতির সঙ্গে জোকার আবার নিজের অভিজ্ঞতা মিশিয়ে দিয়েছেন। টেনে এনেছেন অস্ট্রেলিয়ান ওপেনে না খেলতে পারার যন্ত্রণার কথা। কোভিড টিকা নিতে অস্বীকার করার জন্য সার্বিয়ার এই তারকা অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই সেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।


জকোভিচ বলেন, “জানি দুটি পরিস্থিতি এক নয়, কিন্তু এমন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমি জানুয়ারি মাসে যাচ্ছিলাম। খেলতে পারব না, এটা জানা খুব অস্বস্তির। তবে সেই সময়ও আমি আমার সিদ্ধান্তে অটল। এখনও আমি নিজের সিদ্ধান্তকেই সম্মান জানাই। উইম্বলডনের সিদ্ধান্তকে আমি সমর্থন জানাচ্ছি না। এমন সিদ্ধান্তের মধ্যে স্বচ্ছতা নেই, কিন্তু রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অজুহাত দেখিয়ে কিছু খেলোয়াড়কে অহেতুক নির্বাসিত করা হচ্ছে।“


কোর্টে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই ইস্যুতে জোকারকে সমর্থন করছেন নাদাল। রাফা বলেন, “আমার মনে হয় রাশিয়ার টেনিস খেলোয়াড়দের জন্য এটা ঠিক হল না। যুদ্ধের জন্য দুই দেশের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু সেটার জন্য খেলোয়াড়রা দায়ী নন। ওদের জন্য আমি দুঃখিত। উইম্বলডন নিজের থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে, ব্রিটিশ সরকার কোনও ভাবে চাপ সৃষ্টি করেনি।“


এ দিকে আগামী ২৭ জুন থেকে শুরু হবে উইম্বলডন। শেষ পর্যন্ত রাশিয়া ও বেলারুশের টেনিস খেলোয়াড়রা নিষিদ্ধ হলে দেখা যাবে না ডানিল মেদভেদেভ, আন্দ্রে রুবলেভেকে। এমনকি বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাও র‍্যাকেট হাতে ঘাসের কোর্টে দাপট দেখাতে পারবেন না।


আরও পড়ুন: Yuvraj Singh: Team India-র কোন তারকার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে যুবরাজ? জানতে পড়ুন


আরও পড়ুন: MS Dhoni to Umran Malik, IPL 2022: মরশুমের দ্রুততম ডেলিভারি খেলে, ‘শ্রীনগর এক্সপ্রেস’-কে ‘ভোকাল টনিক’ দিলেন ক্যাপ্টেন কুল, ভিডিও ভাইরাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)