ওয়েব ডেস্ক: ক্রিস গেইলকেও ছাপিয়ে গেলেন বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)-এ একটা ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন সাব্বির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিপিএল-এ এতদিন এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানটা ছিল গেইলের (১১২)। সেখানে রাজশাহি কিংস দলের হয়ে সাব্বির করলেন ৬১ বলে ১২২ রান। শের ঈ বাংলা স্টেডিয়ামে এই রেকর্ড স্কোর করতে সাব্বির মারেন ৯টা ওভার বাউন্ডারি, ৯টা বাউন্ডারি। যদিও শেষ অবধি সাব্বিরকে অবশ্য ট্র্যাজিক হিরো হয়েই থেকে যেতে হয়।


আরও পড়ুন- খেলার সব খবর


কারণ সাব্বিরদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বরিশাল বুলস করেছিল ১৯২ রান। সেখানে সাব্বিরের দল রাজশাহি কিংস নির্ধারিত কুড়ি ওভারে করে ১৮৮ রান। সাব্বির ছাড়া আর কোন রাজশাহি কিংস ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি।