নিজস্ব প্রতিনিধি : প্রতিভা তুলে আনতে এগিয়ে এলেন স্বয়ং সচিন তেণ্ডুলকর। এবার নতুন অ্যাকাডেমি গড়ছেন তিনি। কাউন্টি ক্লাব মিডলসেক্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে নয়া উদ্যোগ নিলেন মাস্টার ব্লাস্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ধোনির জার্সি এবার পেতে পারেন সহজে


আপনার সন্তান কী ক্রিকেট নিয়ে উত্সাহী? প্রতিভাবান? তা হলে আপনার সন্তানেরও সচিনের অ্যাকাডেমিতে ক্রিকেটপাঠ নেওয়ার সুযোগ আসতে পারে। প্রতিভা রয়েছে অথচ অর্থের অভাবে ক্রিকেট নিয়ে এগোতে পারছে না এমন ১০০ শিশুকে স্কলারশিপ দেবে সচিনের এই অ্যাকাডেমি। তাঁর এই নতুন অ্যাকাডেমির নাম তেণ্ডুলকর-মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমি। ৯ থেকে ১৪ বছরের ছেলে-মেয়েরা এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাবে।


আরও পড়ুন-  টেস্ট দল ঘোষণা করল বিসিসিআই, চমক কুলদীপ-ঋষভ


সচিন বলছিলেন, ''শুধু ভাল ক্রিকেটার তৈরি আমাদের উদ্দেশ্য নয়। ভাল বিশ্ব নাগরিক তৈরি করাও আমাদের লক্ষ্য।'' চলতি বছরের আগস্টে সচিনের এই ক্রিকেট অ্যাকাডেমি পথ চলা শুরু করবে। প্রথম শিবির হবে নর্থউডে মার্চেন্ট টলার্স স্কুলে। মুম্বই ও লন্ডনে ক্যাম্পও হবে। সচিন বলছেন, ''আমাদের এই অ্যাকাডেমিতে ছেলেমেয়েরা সেরা ক্রিকেট প্রশিক্ষণ পাবে। এখানে সবাই মজা করে ক্রিকেটের পাঠ নেবে। ছেলেমেয়েদের সেরা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব আমরা।''