জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), যাঁর বিন্দুমাত্র বিশেষণের প্রয়োজন নেই। কোটি কোটি ভক্তের রক্তমাংসের ভগবান তিনি। ক্রিকেট ধর্ম হলে তিনি প্রধান পুরোহিত। আবেগের মহাসুনামির শব্দকে বাঁধে  'সচিন...সচিন...সচিন...'! ক্য়ালেন্ডার বলছে আজ ২৪ এপ্রিল, 'ক্রিকেট ঈশ্বর' ঠিক এই তারিখেই আবিভূত হয়েছিলেন। বুধবার সচিন পা দিলেন ৫১ বছরে। তবে ক্রিকেটের জন্য়ই যাঁর সারা বিশ্বে এই সুনাম, এহেন মানুষটি বিশেষ দিনে ক্রিকেট নয়, চুটিয়ে খেললেন ফুটবল। স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে নিয়ে চলে গিয়েছিলেন গান্ধীনগরে নিজের ফাউন্ডেশনে। সেখানকার কচিকাঁচাদের সঙ্গে ফুটবল খেললেন একসময়ের আইএসএল ফ্র্যাঞ্চাইজি কেরল ব্লাস্টার্সের অন্য়তম মালিক।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সচিন তাঁর ফাউন্ডেশনে কাটানো সময়ের একটি রিলস বানিয়ে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছেন। তিনি লেখেন, 'কী অসাধারণ ভাবে জন্মদিনের সপ্তাহ শুরু করলাম। ফুটবল খেলে খুব মজা পেয়েছি। গল্প বলা, কেক কাটা তো ছিলই। ওখানে অসাধারণ সব মেয়েরা রয়েছে। যাদের পাশে রয়েছে সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন। ওরাই প্রথম আমাকে শুভেচ্ছা জানিয়ে জন্মদিনের সপ্তাহ ভীষণ বিশেষ করে দিল।' সচিনের জন্মদিন বলে কথা। বাইশ গজের নক্ষত্ররা যে তাঁকে শুভেচ্ছা জানাবেন, তা আর বলার কোনও অপেক্ষাই রাখে না। সেরকমই কয়েকজন ক্রিকেটনক্ষত্রের শুভেচ্ছাবার্তা তুলে ধরা হল এখানে।






এগারো বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বলেছেন আলবিদা। পরিসংখ্য়ান বলছে আজ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চেয়ে বেশি কেউ রান করতে পারেননি, এমনকী মোট সেঞ্চুরির সংখ্য়াতেও সবার আগে তিনি। টেস্টে ৫১ সেঞ্চুরির পাশাপাশি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে রয়েছে তাঁর ৪৯ সেঞ্চুরি।  সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারদের তালিকায় সবার উপরে বিরাজমান লিটল মাস্টার। একশো সেঞ্চুরির মালিক ও মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। ২৪ বছরের দীর্ঘ বর্ণাঢ্য কেরিয়ারে রেকর্ড ২০০টি টেস্ট খেলেছেন সচিন। করেছেন১৫৯২১ রান। ৪৬৩টি ওডিআই ম্য়াচে সচিনের রয়েছে ১৮৪২৬ রান। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ৩৪৩৫৭ রান রয়েছে সচিনের।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)