নিজস্ব প্রতিবেদন: ব্যাট হাতে বাইশ গজে আবার মাঠে নামতে চলেছেন সচিন তেন্ডুলকর এবং ব্রায়ান লারা। তবে কি অবসর ভেঙে আবার ক্রিকেটে ফিরতে চলেছেন দুই কিংবদন্তি! না, অবসর ভেঙে নয়। আগামী বছর ভারতে 'রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ' খেলতে মাঠে নামতে চলেছেন সচিন-লারা সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সচিন-লারার পাশাপাশি 'রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ' খেলবেন জাক কালিস, ব্রেট লি, বীরেন্দ্র সেওয়াগ, মুথাইয়া মুরলীথরণ, জন্টি রোডস, শিবনারায়ণ চন্দ্রপলের মতো প্রাক্তনীরা। মোট ১১০ জন ক্রিকেটার ইতিমধ্যেই অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে চুক্তি করতে চলেছেন এই লিগে।


আরও পড়ুন - নতুন BCCI সভাপতিকে উপহার সিএবি-র, সবাইকে নিয়ে কেক কাটলেন সৌরভ


প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে 'রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ'। ২০২০ সালের ২-১৬ ফেব্রুয়ারি মুম্বইয়ে হবে এই টি-টোয়েন্টি লিগ। পাঁচটি দেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে হবে এই টুর্নামেন্ট। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল হল- ইন্ডিয়া লেজেন্ডস, অস্ট্রেলিয়া লেজেন্ডস, সাউথ আফ্রিকা লেজেন্ডস, শ্রীলঙ্কা লেজেন্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস।