অর্জুন-সারার জন্য বিশেষ দিন, ভোট দিয়ে জানালেন সচিন তেন্ডুলকর
সচিন ভোট দেওয়ার পর সাধারণ জনগণকে ভোট দানে উত্সাহ জুগিয়ে গেলেন।
নিজস্ব প্রতিবেদন : সকালে একটা রহস্যের বাতাবরণ তৈরি করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, প্ল্যানমাফিক বেড়িয়ে পড়লাম। আন্দাজ করুন, কোথায় যাচ্ছি! হ্যাশট্যাগে সিক্রেট মিশন লিখেছিলেন তিনি। রহস্য অবশ্য খুব শিগগির উন্মোচিত হল। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছিলেন মাস্টার ব্লাস্টার। সপরিবারে ভোট দিতে গিয়েছিলেন সচিন। ছেলে অর্জুন, মেয়ে সারা ও স্ত্রী অঞ্জলিকে নিয়ে সকাল সকাল বান্দ্রায় নিজের কেন্দ্রে ভোট দিতে হাজির হন সচিন। প্রতিবারই অবশ্য ভোট দেওয়ার পর সচিনের ছবি দেখতে পান সমর্থকরা। এবারও তার অন্যথা হয়নি। সচিন ভোট দেওয়ার পর সাধারণ জনগণকে ভোট দানে উত্সাহ জুগিয়ে গেলেন।
আরও পড়ুন- IPL 2019, KKRvMI : ইডেনে হার্দিক আতঙ্ক কাটিয়ে রাসেলের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ে ফিরল কেকেআর
এর আগেও সপরিবারে ভোট দিতে গিয়েছেন সচিন। কিন্তু এতদিন পর্যন্ত সপরিবার বলতে সঙ্গে থাকতে একমাত্র স্ত্রী অঞ্জলি। কিন্তু এবার ছবিটা অন্য। চলতি লোকসভা নির্বাচনে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করলেন অর্জুন ও সারা। তাই আজকের দিনটা সচিনর জন্য স্পেশাল। সচিন নিজেও সে কথা বললেন। ছবি পোস্ট করে লিখলেন, এবার ভোটদান পর্ব আমার কাছে স্পেশাল। কারণ, এবার অর্জুন ও সারা প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করল। সবার কাছে আমার আবেদন, আপনারাও বেরিয়ে পড়ুন। ভোট দিন।