নিজস্ব প্রতিবেদন: দু'সপ্তাহ পর ফের এক সঙ্গে গলফ খেললেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), যুবরাজ সিং (Yuvraj Singh) ও অজিত আগরকর (Ajit Agarkar)। এবার তাঁদের সঙ্গ দিলেন আশিস নেহরা (Ashish Nehra)। গলফ কোর্সে রিল্যাক্স মুডে পাওয়া গেল চার প্রাক্তন ভারতীয় মহারথীকে। 'ক্রিকেট ঈশ্বর' সচিন সেই ছবি শেয়ার করতেই  নেটপাডা়ায় ভাইরাল হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন সচিন-যুবি সময় পেলেই ভোর ভোর গলফ খেলতে চলে আসেন। সচিন আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানালেও খেলাধুলোর মধ্যেই নিজেকে রেখেছেন। এখনও কোনও চ্যারিটি ম্যাচ বা প্রাক্তনীদের ক্রিকেটে সচিনকে ব্যাট হাতে দেখা যায়। শুধু ক্রিকেটই নয়, সচিন নিয়মিত শরীরচর্চাও করেন। তবে সচিনের গলফ অত্যন্ত পছন্দের খেলা। বারবার গলফ স্টিক হাতে তাঁকে দেখা যায়।


আরও পড়ুন; ভরা মাঠেই India vs England টেস্ট সিরিজ, সুখবরে উচ্ছ্বসিত ব্রিটিশ পেসারের টুইট



যুবরাজ সপ্তাহ দুয়েক আগে সচিন-আগরকরের সঙ্গে গলফ খেলার ছবি শেয়ার করেছিলেন। এর সঙ্গেই তাঁর কেরিয়ারের একটা অজানা গল্পও শুনিয়ে ছিলেন। দেশের জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডার মঙ্গলবার সচিনকে ট্যাগ করে লিখলেন, "আমার আজও মনে পড়ে, শেষবার তুমি আমাকে ভোর চারটের সময় যখন ডেকে দিয়েছিলে, তখন আমার প্রথম শারজা সফর ছিল। সেটা আজ থেকে ২১ বছর আগে।" আজ ফের প্রাক্তন টিম ইন্ডিয়ার তারকাদের এক সঙ্গে ছবি দেখে ক্রিকেট অনুগামীদের মন ভর গিয়েছে। সচিন ছবি পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই লক্ষাধিক লাইকও চলে আসে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)