নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শুক্রবার সকালে তিনি টুইট করে লেখেন, 'আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। কিছু ডাক্তারি পরামর্শের জন্য হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসব। সবাই ভাল ও সুস্থ থাকবেন।' তিনি  আরও বলেন,' আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার সতীর্থদের অভিনন্দন জানাই।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সাথ দিল না সার্ভার, চুলের সাথে চাকরিও হারালেন Uber চালক


আর মাস্টার ব্লাস্টারের হাসপাতালে ভর্তি হওয়ার এই খবর পাওয়ার পরই উদ্বেগে ভক্তরা। আজকের দিনেই ঠিক ১০ বছর আগে ওয়াংখেড়ের মাঠে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল ভারত। সতীর্থদের কাঁধে চেপে গোটা স্টেডজিয়াম পরিক্রমা করেছিলেন সচিন। আর এমন দিনেই তাঁর হাসপাতালে ভর্তিতে মন খারাপ ভক্তদের। 


আরও পড়ুন:গরমে ত্বকের ট্যান কাটানোর সহজ ঘরোয়া উপায়


মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমশ আরও উদ্বেগজনক হয়ে উঠছে। একের পর এক তারকা টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাচ্ছেন। সেকেন্ড ওয়েভ নিয়ে ক্রমশই চিন্তার কারণ বাড়ছে বলে মত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকেরও।