করোনা মোকাবিলায় মাঠে নেমে পড়লেন মাস্টার ব্লাস্টার, হাত ধোয়ার সঠিক পদ্ধতিও বলে দিলেন
সেফ হ্যান্ড চ্যালেঞ্জই এখন সোশ্যাল মিডিয়ার চর্চিত বিষয়।
নিজস্ব প্রতিবেদন: ভাইরাস ভীতি জাঁকিয়ে বসেছে বিশ্বজুড়ে। করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই মারণ ভাইরাসের সংক্রমণকে ইতিমধ্যেই 'বিশ্ব মহামারী' (Pandemic) আখ্যা দিয়েছে। দ্রুত বাড়ছে সংক্রমণ পাশাপাশি আক্রান্তের সংখ্যাও। করোনাভাইরাসের থাবায় ইতিমধ্যেই বড়সড় প্রভাব পড়েছে ক্রীড়়াক্ষেত্রেও। করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছেন সচিন তেন্ডুলকরও।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে হলে সাবান দিয়ে হাত ধোওয়া উচিত্। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাতকে জীবানুমুক্ত রাখার কথাই বলছেন চিকিত্সকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)নিয়মের মধ্যেও যা রয়েছে। করোনা মোকাবিলায় মাঠে নেমে পড়লেন মাস্টার ব্লাস্টার।
সেফ হ্যান্ড চ্যালেঞ্জে অংশ নিলেন সচিন। যেখানে ১১ ধাপে সঠিক পদ্ধতিতে হাত ধুয়ে এবং অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার সেই ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। খেলার মাঠের তারকাদের দেখে যাতে সকলে উদ্বুদ্ধ হন সেটাই উদ্দেশ্য। সেফ হ্যান্ড চ্যালেঞ্জই এখন সোশ্যাল মিডিয়ার চর্চিত বিষয়।
আরও পড়ুন - তামিমদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ