আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের দিনে কী উপহার দিয়েছিলেন বন্ধু লারা, ৭ বছর পর জানালেন সচিন
সাত বছর পর সেটাই টুইটে পোস্ট করলেন সচিন।
নিজস্ব প্রতিবেদন: ১৬ নভেম্বর, ২০১৩ সালে বাইশ গজে ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ তম টেস্ট খেলার সঙ্গে সঙ্গেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানেন মাস্টার ব্লাস্টার।
সেদিন কানায় কানায় ভরা ওয়াংখেড়ে স্টেডিয়ামকে চোখের জলে বিদায় জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ড্যামি গড। সেদিন সচিন একা কাঁদেননি, কেঁদেছিল আসমুদ্র হিমাচল।১৫ নভেম্বর ১৯৮৯ সাল, পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের। তারপর থেকে ২২ গজে কাটিয়ে দেন চব্বিশটা বছর। আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক তিনি।
সচিনের বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পাশাপাশি বন্ধু ব্রায়ান লারা এবং ক্রিস গেইল সচিনকে একটি সুন্দর স্টিল ড্রাম উপহার দিয়েছিলেন। সাত বছর পর সেটাই টুইটে পোস্ট করলেন সচিন।
ক্যারিবিয়ান তারকাদের ভালবাসা এবং শ্রদ্ধায় আপ্লত মাস্টার ব্লাস্টার। সাত বছর পরেও তাই তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি সচিন।
আরও পড়ুন - অস্ট্রেলিয়া সিরিজের আগেই কোহলিদের কিট স্পনসর ঘোষণা করল বিসিসিআই