নিজস্ব প্রতিবেদন : মাঠের মধ্যে তাঁর অত্যাধিক আগ্রাসনকে পছন্দ করেন না অনেকেই। দেশ-বিদেশের অনেকেই বিভিন্ন সময়ে বিরাটের আগ্রাসন নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু, এবার বিরাট কোহলির আগ্রাসনকেই ইতিবাচকভাবে ব্যখ্যা করলেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর।
একটি অনুষ্ঠানে গিয়ে সচিন বর্তমান ভারতীয় দল এবং অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কে অনেক কথাই বলেছেন। সচিন বলেছেন, 'বিরাট যখন থেকে দলে সুযোগ পেয়েছে, তখন থেকেই ওর মনোভাবের কোনও পরিবর্তন হয়নি। অনেকেই ওর এই আক্রমণাত্মক মনোভাবের সমালোচনা করেছেন।কিন্তু, ও যখন ভারতীয় দলে প্রথম আসে, তখন থেকেই ওর মধ্যে এই ঝলকটা দেখেছিলাম। যা আজও ওর মধ্যে রয়েছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দলে কোনও মুসলিম ক্রিকেটার নেই কেন? মুখের মতো জবাব ভাজ্জির


সচিন আরও বলেছেন, 'আজ ওই আগ্রাসন আর আক্রমণাত্মক মনোভাবটা বিরাটের একার মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং, ছড়িয়ে পড়েছে ভারতীয় দলের সবার মধ্যেই।বিরাট মোটেই নিজেকে বদলায়নি। বরং, ওর জন্য ধীরে ধীরে দলের অন্যরাই বদলে গিয়েছে। আগ গোটা ভারতীয় দলটার মধ্যেই ঢুকে গিয়েছে আক্রমণাত্মক মানসিকতা।'


এই মুহূর্তে ভারতীয় দলের ভারসাম্য কেমন, সেই বিষয়েও নিজের মত জানিয়েছেন সচিন। তিনি বলেছেন, 'এই ভারতীয় দলের ভারসাম্য খুব ভাল। এই দলের বেশিরভাগ স্পিনার এবং পেসাররাই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংওটাও খুব ভাল করে। হার্দিক পাণ্ডিয়া এবং ভুবনেশ্বর কুমারের নাম আলাদা করে অবশ্যই বলতে হবে। ওদের ব্যাটের হাতটা বেশ ভাল।'


আরও পড়ুন  মেসি, নেইমারকে অনেক পিছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রোনাল্ডো