মেসি, নেইমারকে অনেক পিছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রোনাল্ডো

Updated By: Oct 24, 2017, 03:39 PM IST
মেসি, নেইমারকে অনেক পিছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রোনাল্ডো

নিজস্ব প্রতিবেদন : লিওনেল মেসি এবং নেইমারকে পিছনে ফেলে ২০১৭-এর ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মোট ৪৩.১৬ শতাংশ ভোট পেয়ে এবারের পুরস্কার জিতলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসি পেয়েছেন ১৯.২৫ শতাংশ ভোট। আর নেইমার পেয়েছেন ৬.৯৭ শতাংশ ভোট। লন্ডনে পুরস্কার জেতার পর রোনাল্ডো বলেছেন, 'দারুণ আনন্দ হচ্ছে। রিয়েল মাদ্রিদ সমর্থকদের এবং আমার সতীর্থদের অসংখ্য ধন্যবাদ। ওরা ছাড়া এই পুরস্কার পাওয়া হত না। সারা বিশ্বের অনেক মানুষ আমায় ভালবাসেন। তাঁদের সকলকে ধন্যবাদ।'

আরও পড়ুন ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচের টিকিটের জন্য হাহাকার যুবভারতীতে

পুরুষদের ফিফার বর্ষসেরা খেতাব যখন জিতলেন রোনাল্ডো, তখন মহিলাদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন হল্যান্ডের লিকে মার্টেন্স। ঘোষণা করা হয়েছে পুরুষদের ফিফার বর্ষসেরা একাদশও। দেখে নিন ফিফার বর্ষসেরা স্বপ্নের একাদশে কোন কোন ফুটবলার সুযোগ পেলেন - ফর্মেশন (৪-৪-৩)। বুঁফো, আলভেস, মার্সেলো, রামোস, বোনুচ্চি, মদ্রিচ, ক্রুস, ইনিয়েস্তা, মেসি, রোনাল্ডো এবং নেইমার। ফিফার ফেয়ার প্লে পুরস্কার পেয়েছেন, ফ্রান্সিস কোনে। পুরুষদের সেরা ফুটবল কোচের পুরস্কার পেলেন রিয়েল মাদ্রিদের জিনেদিন জিদান। ফেরেঙ্ক পুসকাস পুরস্কার পেলেন অলিভার জিরুঁ।

আরও পড়ুন  এক ঝাঁপে ব্রাজিলের বিশ্ব জয়

.