নিজস্ব প্রতিবেদন: সদ্যসমাপ্ত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship Final) একজন ক্রিকেটারের পারফরম্যান্স নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তিনি নিউজিল্যান্ডের কাইল জেমিসন (Kyle Jamieson)। ৬ ফুট ৮ ইঞ্চির পেসার দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করেন চমৎকার। ডব্লিউটিসি ফাইনালে তিনি ৪৪ ওভার বল করে ৬১ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছেন। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২১ রানের অবদানও রাখেন অকল্যান্ডের বছর ছাব্বিশের ক্রিকেটার। ম্যাচের সেরাও হন জেমিসন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী দিনে জেমিসন একজন শীর্ষস্থানীয় অলরাউন্ডার হয়ে উঠবেন বলেই মনে করছেন সচিন তেন্ডুলকর। 'ক্রিকেট ঈশ্বর' বাইশ গজের আগামীর প্রতিভাকে দেখতে পেয়েছেন জেমিসনের মধ্যে। মাস্টারব্লাস্টার তাঁর ইউটিউব চ্যানেলে জেমিসনের ভূয়সী প্রশংসা করেছেন। বোলার জেমিসনের প্রশংসায় সচিন বলেন, "গতবছর নিউজিল্যান্ডে ওকে দেখেই আমার ভাললেগেছিল। ও অত্যন্ত লম্বা একজন বোলার। সুইংয়ের থেকেও বেশি সিমিং ডেলিভারি করতে ভালবাসে। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনারের থেকে ও একদম আলাদা। ওর বোলিংয়ে বৈচিত্র্য আছে। কব্জির ব্যবহার করতে পারে। হাতে বড় ইনসুইঙ্গার আছে। ওর বৈচিত্র্যের সঙ্গেই ধারাবাহিকতা আমার ভাললাগে।"


আরও পড়ুন: ভিডিয়ো: হোটেলের হেঁশেলে ঢুকে Dhawan দেখালেন রবিবাসরীয় মহাভোজের প্রস্তুতি


সচিন মোহিত জেমিসনের ব্যাটিংয়েও। কিংবদন্তি ভারতীয়র সংযোজন, "উইলিয়ামসনের সঙ্গে ওর ব্যাটিং যুগলবন্দি নিউজিল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ছিল। জেমিসন প্রথম বল থেকেই আক্রমণাত্মক ছিল। আর একজন এত লম্বা ব্যাটসম্যান যখন ফ্রন্টফুটে খেলা তখন বিরাট ফারাক গড়ে দেয়। ও নিজের উচ্চতাকে খুব ভাল ভাবে কাজে লাগাতে পারে ব্যাটিংয়ের সময়। আর যখন কোনও ব্যাটসম্যান তার উচ্চতার অ্যাডভান্টেজ কাজে লাগায় ব্যাট করার সময় তখন বোলারদের লেন্থ নিয়ে অনেক ভাবতে হয়। ওর থুতনির কাছাকাছি বল নিয়ে আসতে গেলে বল অবধারিত শর্ট লেন্থের হতেই হবে। এসব বলেই জেমিসন সোজা ব্যাটে প্রায় সব বলই দারুণ খেলেছে।" জেমিসনের প্রশংসা সচিনই নন, ক্রিকেট বিশ্বের সকল পণ্ডিতরাই করছেন। তাঁদের একটাই মত, জেমিসন কিউয়িদের সম্পদ হতে চলেছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)