জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর বয়স ৫০ বছর। এগারো বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বলেছেন আলবিদা। আজ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চেয়ে বেশি কেউ রান করতে পারেননি, এমনকী মোট সেঞ্চুরির সংখ্য়াতেও সবার আগে তিনি। বলে দেওয়ার দরকার নেই যে, কার কথা হচ্ছে। তিনি 'ওয়ান অ্যান্ড অনলি' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আজও অসমুদ্র হিমাচল সচিন বলতে অজ্ঞান। সচিন অঞ্জলি-সারাকে নিয়ে ঘুরতে এসেছেন কাশ্মীরে। গুলমার্গের রাস্তা দিয়ে তাঁর কালো এসইউভি যখন এগিয়ে যাচ্ছিল, তখনই সচিনের চোখে পরে যে, কয়েকজন স্থানীয় রাস্তায় ক্রিকেটে মেতেছেন। ব্য়াট দেখে আর দূরে থাকতে পারেননি সচিন। যেন লোহার সঙ্গে চুম্বকের আকর্ষণ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  ইকনমি ক্লাসে আচমকাই 'ঈশ্বর'দর্শন! আবেগে ভেসে যাত্রীরা ঠিক এটাই করলেন...


রাস্তার ক্রিকেটের একেবারে চেনা দৃশ্য। উইকেট বলে কিছু নেই। কাঠের পেটির উপর প্লাস্টিকের জার রেখে বানানো হয়েছে উইকেট। সচিন গাড়ি থেকে নেমে বলে দিলেন যে, তাঁকে আউট করতে হবে। এরপর সচিন ব্য়াট করা শুরু করলেন। তাঁকে আর কে আউট করবেন! অবলীলায় নিলেন একের পর এক স্ট্রোক। আর এখানেই শেষ নয়, উদ্ভাবনী শটকে নিয়ে গেলেন অন্য় পর্যায়। ব্য়াটের হ্য়ান্ডেল ধরার বদলে ধরলেন সুইট স্পট। হ্য়ান্ডেল চলে গেল নীচে! উল্টো ব্য়াটেই হাঁকালেন কভার ড্রাইভ। যে ভিডিয়ো দেখে বুঁদ হয়েছে নেটপাড়া। বৃহস্পতিবার অর্থাৎ আজ সচিন তাঁর এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার) রাস্তায় ক্রিকেট খেলার ভিডিয়ো পোস্ট করেছেন। 'ক্রিকেট ঈশ্বর' ক্য়াপশন দিয়েছেন, 'ক্রিকেট ও কাশ্মীর: একেবারে স্বর্গীয় ম্য়াচ'।



১৯৮৯ সালের ১৫ নভেম্বর থেকে ২০১৩ সালের ১৪ নভেম্বর, দীর্ঘ ২৪ বছর ধরে ক্রিকেট দুনিয়াকে শাসন করেছেন সচিন। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, কার্টলে অ্যাম্বরোস, কোর্টনি ওয়ালস, গ্লেন ম্যাকগ্রা, শোয়েব আখতার, ব্রেট লি, শেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলীথরনের মতো কিংবদন্তি বোলারদের ঘুম উড়িয়েছেন অবলীলায়। খোদ ডন ব্র্যাডম্যান সচিনের খেলা দেখে বলেছিলেন, নিজের ছায়াই তিনি দেখতে পান লিটল মাস্টারে। ২৪ বছরের বর্ণময় কেরিয়ারে ৬৬৪ টি ম্যাচ খেলেছেন সচিন। এখনও পর্যন্ত বিশ্বের আর কোনও ক্রিকেটার এত সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি। যদি টেস্ট দেখা হয়, তাহলে ২০০ টি টেস্ট খেলেছেন সচিন। সেইসঙ্গে দেশের হয়ে ৪৬৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাস্টারব্লাস্টার। ৬৬৪ ম্যাচে (৭৮২) সচিন মোট ৩৪ হাজার ৩৫৭ রান করেছেন। তাঁর গড় ৪৮.৫২। বল ফেস করেছেন ৫০ হাজারের বেশি। মোট ১০০ টি শতরান করেছেন। তাঁর হাফ-সেঞ্চুরির সংখ্যা ২৬৪।


আরও পড়ুন: Mayank Agarwal: 'আর ঝুঁকি নয়', চরম শিক্ষায় বিশ্বাস উধাও, বিমানে হাতে নিয়েই উঠলেন ময়াঙ্ক...


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)