ICC-র পার্টনারশিপ টুইট ঘিরে নস্টালজিক সচিন-সৌরভ জুটি
আর সেই টুইট দেখেই স্মৃতির সরণীতে হাঁটলেন ভারতীয় ক্রিকেটের বড়ে মিঁঞা, ছোটে মিঁঞা।
নিজস্ব প্রতিবেদন: একদিনের ক্রিকেটে সচিন-সৌরভের পার্টনারশিপ ছিল একসময় নজরকাড়া। ১৭৬ টি একদিনের ম্যাচে সচিন-সৌরভ জুটিতে ৮২২৭ রান উঠেছিল। সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলির ছবি দিয়ে এই টুইট করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আর সেই টুইট দেখেই স্মৃতির সরণীতে হাঁটলেন ভারতীয় ক্রিকেটের বড়ে মিঁঞা, ছোটে মিঁঞা।
আইসিসি-র টুইটটি সচিন সৌরভকে ট্যাগ করে লিখেছেন, "দাদি, আমাদের সেই দুরন্ত মুহূর্ত আবার ফিরে এসেছে। একবার ভেবে দেখেছ,যদি (৩০ গজ) বৃত্তের বাইরে চার ফিল্ডারের নিয়ম তখন থাকত আর দুটো নতুন বল নেওয়া যেত তাহলে আমাদের পার্টনারশিপে রান কোথায় গিতে পৌঁছাত!"
পাল্টা টুইট করে সৌরভ তার জবাব দিয়ে বলেন, "আরও চার হাজার রান তো হতোই.. দুটো নতুন বল.. ওহ !মনে হচ্ছে প্রথম ওভারেই বাউন্ডারির দিকে ছুটে চলা সেই কভার ড্রাইভের শব্দ আমি এখন শুনতে পাচ্ছি।"
আইসিসি-র টুইট পরে সচিন-সৌরভের টুইট ঘিরে বেশ আলোচনায় মেতে ওঠেন নেটিজেনরাও।
আরও পড়ুন - বেতন না পেয়ে ক্ষোভ আই লিগ জয়ী মোহনবাগান ফুটবলারদের