নিজস্ব প্রতিবেদন: আজ ২৪ এপ্রিল৷ ঠিক ৪৮ বছর আগে এই তারিখে জন্মগ্রহণ করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)৷ দেশবাসী আজও মনে করেন ক্রিকেট যদি ধর্ম হয়, তাহলে সচিন তাঁর ভগবান! বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভেসে গিয়েছেন 'ক্রিকেট ঈশ্বর' ৷ শনিবার ফ্যানেদের ধন্যবাদ জানাতে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন৷ আর সেখানেই দেন বিশেষ বার্তা৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মুমুর্ষুদের জন্য দেশবাসীকে ব্যাট ধরার আহ্বান জানালেন মাস্টার ব্লাস্টার৷ সচিন নিজেই কিছু দিন আগে করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন৷ বলছেন সময় আসলে তিনি প্লাজমা দান করবেন এবং অন্যদের প্লাজমা দান করার জন্য বললেন তিনি৷ সচিন বলছেন,"জন্মদিনের শুভেচ্ছার জন্য সকলকে অনেক ধন্যবাদ৷ সত্যিই আমার দিনটা ভাল করে দিলেন আপনারা৷ গত মাসে আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি৷ করোনা পজিটিভ হয়ে ২১ দিন আইসোলেশনে ছিলাম৷ তবে আপনাদের প্রার্থনা এবং শুভেচ্ছা আমার সঙ্গে ছিল৷ আমরা পরিবার-পরিজনরা পাশে ছিলেন৷ তবে ডাক্তার এবং তাঁদের কর্মীদের কথা বলতেই হবে৷ তাঁরা আমাকে পজিটিভিটির মধ্যে রেখেছিলেন, যাতে দ্রুত সেরে উঠি৷ সকলকে অনেক বড় ধন্যবাদ৷"


আরও পড়ুন: ৪৮ এ পা Sachin এর, মাস্টার ব্লাস্টারের ঝুলিতে কী কী রেকর্ড?



প্লাজমা দান করার প্রসঙ্গে সচিন বলছেন, "আমি অনুমতি পেলেই প্লাজমা দেব৷ এই নিয়ে ডাক্তারদের সঙ্গে আমার কথা হয়েছে৷ আপনারাও যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন ডাক্তারদের সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে দয়া করে রক্ত দিন৷ ডাক্তাররাই আমাকে বলেছেন, ঠিক সময় প্লাজমা দেওয়া গেলে রোগীরা দ্রুত সেরে উঠতে পারে৷"