নিজস্ব প্রতিবেদন: এ যেন এলেন, দেখলেন আর জয় করলেন! ভারত সফরে এসে মোতেরাতেই ভারতীয়দের মন জয় করে নিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে এবার এদেশের ক্রিকেট উন্মাদনার কথা।  সচিন তেন্ডুলকার, বিরাট কোহলির নাম তুলে ক্রিকেটের জনপ্রিয়তার কথাই বললেন ট্রাম্প।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভারতীয়দের মন জিততে হোমওয়ার্কটা ভালোমতোই করে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাই তো মোতেরায় 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে বলিউডের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের ভূয়সী প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে বড়় ক্রিকেট স্টেডিয়াম এখন সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম (মোতেরার নাম বদলে)।  যার পথ চলা শুরু হল ট্রাম্পের উপস্থিতিতে।



মোতেরায় নবনির্মিত স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, " ভারত হল সেই দেশ যেখানে মানুষেরা বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলির জন্য গলা ফাটান।" এ দেশে ক্রিকেটের কদর নিয়ে প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে হাজির ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বোর্ড সচিব জয় শাহর পাশে বসে ভারতীয় ক্রিকেটের উন্মাদনার কথা শুনলেন  মহারাজ।


আরও পড়ুন - মোতেরায় মহারাজ! বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ