জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকায় আইপিএলের (IPL) ধাঁচে শুরু হয়েছে সাউথ আফ্রিকা টোয়েন্টি লিগ (SA20 league)। আইপিএলের হাফ ডজন ফ্র্যাঞ্চাইজি রামধনু দেশের লিগে তাদের ফ্র্যাঞ্চাইজি কিনেছে। প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals) ও জোবার্গ সুপার কিংসের (Joburg Super Kings) ম্যাচ চলাকালীন এক রানআউটের ঘটনা ঘটে। স্ট্রাইকারের ড্রাইভ করা বল, বোলারের পায়ে লেগে, নন-স্ট্রাইকে থাকা ব্যাটারের উইকেট ভেঙে দেয়। নন-স্ট্রাইকারে থাকা ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে থাকায়, তিনি রান আউট হয়ে যান। এই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার- আকাশ চোপড়া (Aakash Chopra) ও আরপি সিং (RP Singh)। তখনই আকাশ ভারতের প্রাক্তন পেসারকে জিজ্ঞাসা করেছিলেন, যে তাঁর কেরিয়ারে এরকম আউটের কোনও ঘটনা আছে কিনা!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরপি তখন বলেন, 'আমি কখনও এভাবে কাউকে রানআউট করতে পারিনি। তবে একবার এভাবে আমার মারা স্ট্রেইট ড্রাইভ বোলারের পায়ে লাগায় নন-স্ট্রাইকার ব্যাটার রানআউট হয়েছিলেন।' আকাশ তখন বলেন,  'নন-স্ট্রাইকারে কে ছিল'? আরপি বলেন, 'সচিন তেন্ডুলকর'। যা শুনে আকাশ বলেন, 'এখনই সচিনের কাছে ক্ষমা চাও তুমি। আমিও তোমার হয়ে সচিন পাজির কাছে ক্ষমা চেয়ে নিই। 'সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় আকাশ এই ঘটনার ভিডিয়ো ট্যুইটারে পোস্ট করেন। সচিনকে ট্যাগ করে তিনি লেখেন, 'আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি।' সচিন যার উত্তরে আকাশকে ট্যাগ করে লেখেন, 'ওই একবারই মনে হয়েছিল যে, স্ট্রেইট ড্রাইভ আমার ফেভারিট শট নয়।' এর সঙ্গেই 'ক্রিকেট ঈশ্বর' আরপিকে ট্যাগ করে লেখেন, 'আরপি ভাইয়া তো ব্যাটিং করার সময়ও উইকেট নিয়ে নেয়।' তিন প্রাক্তন ক্রিকেটারের এই কথোপকথন নেট দুনিয়ায় হাসির রোল তুলেছে। 




আরও পড়ুনMohammed Shami: 'আপনার এখনও সন্দেহ আছে!' সাংবাদিকের কোন প্রশ্নে আগুন ঝলসালেন শামি?


সাউথ আফ্রিকা টোয়েন্টি লিগে কমিশনারের দায়িত্বে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল অধিনায়ক গ্রেম স্মিথ। তিনি জানিয়েছেন যে, তাঁর দেশে গিয়ে এমএস ধোনি এই লিগ খেললে তিনি অত্যন্ত খুশি হবেন। স্মিথ এক সাক্ষাৎকারে বলেছেন, 'ধোনির মতো কাউকে এখানে পেলে দারুণ হবে। আমরা বিসিসিআই-এর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। ওদের সঙ্গে আমাদের দারুণ একটা কাজের সম্পর্ক রয়েছে। আমাদের নিয়মিত কথা হয়। আমরা শিখি। ভাবনাচিন্তার আদানপ্রদান হয়। এরকম বড় ইভেন্ট আয়োজন করার ব্যাপারে ওদের অভিজ্ঞতা প্রশ্নাতীত। আমাদের আঙ্গিকে আমরা এক বা দু'টি বিকল্পের কথা ভাবছি। সেখানে অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটারদের খেলানোর ইচ্ছা রয়েছে। আমরা চাই এই লিগ হয়ে উঠুক প্রতিদ্বন্দ্বিতামূলক ও আগামীতে উজ্জ্বল হয়ে উঠুক। এমএসের মতো কাউকে পেলে এই লিগের মাহাত্ম্যই বদলে যাবে। যদি ওকে খেলানোর সুযোগ থাকে, তাহলে আমি নিজে ওর সঙ্গে কথা বলব।'এই মুহূর্ত ধোনি বলে নন, কোনও ভারতীয় ক্রিকেটারই এসএ টোয়েন্টি লিগে খেলছেন না। কারণ বিসিসিআই কোনও সক্রিয় ক্রিকেটারকে দেশের বাইরের কোনও লিগে খেলার অনুমতি দেয় না। আইপিএলে চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারও বিদেশের লিগে খেলতে পারেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সব সম্পর্ক শেষ করেই খেলা যায় ভিন দেশের লিগ।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)