নিজস্ব প্রতিবেদন: সাফ অনূর্ধ্ব ১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের কাছে হারল ভারতের মেয়েরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার ঢাকায় ভারতের বিরুদ্ধে একমাত্র গোল করে দেশের জয় এনে দেন শামসুন্নাহার। টানা ৪২ মিনিট গোলশূন্য থাকার পর শামসুন্নাহারের বাড়ানো আনুচিংয়ের একটি শর্ট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক। সেই বলে ফিরতি শর্ট নিয়ে গোল করে ‌যান শামসুন্নাহার। তিনি একাই দলের জন্য একাধিক গোলের সু‌যোগ তৈরি করেন।



খেলার দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি গোলের সু‌যোগ নষ্ট করে বাংলাদেশ। আনচিংয়ের একটি শর্ট ক্রস বারের উপর দিয়ে বেরিয়ে ‌যায়। পাশাপাশি তাঁর বাড়ানো একটি বল নষ্টও করেন মর্জিয়া।


উল্লেখ্য, টুর্নামেন্টে এক আগে একটি ম্যাচে ৩-০ তে বাংলাদেশের কাছে হেরেছিল ভারতের মেয়েরা। শেষপ‌র্যন্ত ফাইনালে সেই বাংলাদেশের কাছেই হারল ভারত।


আরও পড়ুন-সবং উপনির্বাচনে দ্বিতীয় স্থানে সিপিএম, বিপুল ভোট বাড়ল বিজেপির