নিজস্ব প্রতিবেদন- এটাই তাঁর স্টাইল। এভাবেই তিনি বরাবর সবাইকে চমকে দিয়েছেন। এর আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ঠিক একইভাবে। আগে থেকে কেউ ঘুণাক্ষরেও কিছু টের পায়নি। এম এস ধোনি সবাইকে চমকে দিয়ে অবসর ঘোষণা করেছিলেন। আর এবারও ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন হঠাত্ করেই। গত কয়েক মাসে তাঁর অবসর জল্পনা ছিল সব থেকে বেশি। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতীয় দল ছিটকে যাওয়ার পর থেকে ধোনি আর জাতীয় দলের জার্সি পরেননি। ফলে তাঁর অবসর নিয়ে ভারতীয় ক্রিকেট সার্কিটে আলোচনা চলছিল। এরই মধ্যে জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্তের কথ জানালেন মাহি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাক্ষী ধোনি বরাবর এমএসের গুণগ্রাহী। স্ত্রী হলেও তিনি কখনও ধোনির ফ্যান গার্ল-এর মতো আচরণ করেন। আর ধোনির জীবনের এমন গুরুত্বপূর্ণ দিনে সাক্ষী কিছু লিখবেন না তা কী হয়! সাক্ষীর চোখে কিন্তু ধোনি হিরো। আর দেশের জার্সিতে ধোনি এখনও পর্যন্ত যা যা করেছেন তার জন্য সাক্ষী গর্বিত বলেই জানিয়েছেন। সাক্ষী এদিন মার্কিন লেখিকা Maya Angelou-র একটি উদ্ধৃতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেই উদ্ধৃতিতে লেখা, ''আপনি কী বলেছেন লোকে ভুলে যাবে। আপনি কী করেছেন লোকে সেটাও ভুলে যাবে। কিন্তু আপনি কাউকে কেমন অনুভব করিয়েছেন সেটা মনে থেকে যাবে।''



সাক্ষী শুধু উদ্ধৃতির উল্লেখ করে থেমে যাননি। এম এসের জন্য তিনি নিজেও কলম তুলে নিয়েছেন। ধোনির জন্য তিনি লিখেছেন, ''তুমি যা অর্জন করেছ তার জন্য তোমার গর্ব করা উচিত। ক্রিকেটে তুমি নিজের সেরাটা তুলে দিয়েছ। তার জন্য অনেক শুভেচ্ছা। মানুষ হিসাবে তোমার প্রতিটা কাজের জন্য আমি গর্বিত। আমি নিশ্চিত নিজের প্যাশনকে বিদায় জানানোর মুহূর্তে তুমি নিশ্চয়ই নিভৃতে চোখের জল মুছেছ। তোমার আগামী জীবন খুশিতে ও আনন্দে ভরে উঠুক।''