নিজস্ব প্রতিবেদন:  করোনা পরবর্তী অধ্যায়ে ক্রিকেটে অনেক পরিবর্তন আসছে। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক বিধিনিষেধ মেনে চলতে হবে ক্রিকেটারদের। তার মধ্যে উল্লেখযোগ্য হল, বলের পালিশ ধরে রাখতে কোনও রকম থুতু বা লালা ব্যবহার করতে পারবেন না বোলাররা। ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে এর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করেন দীনেশ কার্তিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে বলে থুতু বা লালার ব্যবহারে কোনও প্রবাব না পড়লেও টেস্ট ক্রিকেটে বড় প্রভাব পড়বে বলেই মত দীনেশ কার্তিকের। তাঁর মতে, টেস্টে ৩০ ওভারের পর বলের অনেক পরিবর্তন আসে। তাই টেস্ট ক্রিকেটে বোলারদের কাজটা অনেক কঠিন হতে চলেছে ।



দীর্ঘদিন বাইশ গজ থেকে দূরে। নেট সেশন না করলেও ফিটনেসে কোনও রকম ঘাটতি রাখেননি নাইট অধিনায়ক দীনেশ কার্তিক।


 


আরও পড়ুন-২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় না ২০১১ সালে বিশ্বকাপ জয়-কোনটা আগে রাখছেন ভাজ্জি?