Salman Khan-East Bengal: ১৩-য় কলকাতায় সলমান, ভিডিয়ো বার্তায় ইস্টবেঙ্গল মাঠে আসার আমন্ত্রণ অনুরাগীদর
সলমনের শো দেখতে গেলে সবচেয়ে কম দামি টিকিট হল ৬৯৯ টাকা। একসঙ্গে তিন জনের টিকিট কাটতে চাইলে ১৫০০ টাকাতেই মিলবে। ভাইজান জ়োন এবং টাইগার জ়োন রয়েছে। টিকিটের দাম যথাক্রমে ১২৫০ এবং ১৫০০ টাকা। এরপর প্রায় ৪০ হাজার পর্যন্ত টিকিট রয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাবাং ট্যুরে কলকাতা আসছেন সলমান খান (Salman Khan)। এ তো বেশকিছুদিন আগেই ঠিক হয়ে গিয়েছিল। এবার ভাইজান নিজে তাঁর ফ্যানেদের আমন্ত্রণ পাঠালেন। ১৩ মে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে (Eastbengal) আসছেন সলমান খান। ‘দাবাং ট্যুর-রিলোডেড’ নিয়ে কলকাতায় আসছেন এই বলিউড সুপরাস্টার। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষে বড় করে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সে কারণেই সলমানের এই অনুষ্ঠান ক্লাবের মাঠে করার প্রস্তাব দিয়েছিল ইস্টবেঙ্গল। সলমানের টিমও ইস্টবেঙ্গল ক্লাবের পরিকাঠামোয় খুশি।
আরও পড়ুন, Lionel Messi: প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কেউ নয়, ক্ষমা চেয়েই মেসি পেলেন অনুমতি, ট্রেনিংয়ে ফিরলেন মহারথী!
ইস্টবেঙ্গলের এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। অনুষ্ঠানে সলমান ছাড়াও উপস্থিত থাকার কথা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকারা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, অনুষ্ঠানের এক দিন আগেই চলে আসবেন তাঁরা। একটি রিহার্সালেরও কথা রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী সলমান খানের টিম নাকি ইতিমধ্যেই ইস্টবেঙ্গল তাঁবু ঘুরে দেখে গিয়েছে।
সলমান খানকে দেখতে মুখিয়ে সমর্থকরা। নিজের প্রিয় ক্লাবে সলমন আসবেন এটা ভেবেই সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। কীভাবে টিকিট কেটে সলমন খানের লাইভ শো দেখবেন সমর্থকরা তা নিয়ে ইতিমধ্যেই বিস্তারিত প্রকাশ করেছে ইস্টবেঙ্গল ক্লাব। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। যার ন্যুনতম মূল্য ৬৯৯ টাকা। একসঙ্গে তিন জনের টিকিট কাটতে চাইলে ১৫০০ টাকাতেই মিলবে। বিগত এক বছরের বেশি সময় ধরেই কলকাতায় সলমান খানের শো হওয়া নিয়ে জল্পনা চলছিল। কিন্তু নিরাপত্তা জনিত কারণে এর আগে একাধিকবার এই শো বাতিল হয়ে যায়। অবশেষে আগামী ১৩ই মে ইস্টবেঙ্গল মাঠে হতে চলেছে 'দ্য দাবাং শো'।
আরও পড়ুন, AI Art | Cricketers Old Age Photo: বৃদ্ধ ধোনি, সাদা চুলের সচিন; ছবি দেখলে চমকে যাবেন