নিজস্ব প্রতিবেদন: যেখানে একের পর এক নতুন ফুটবলাকে সই করিয়ে দল গুছিয়ে নিচ্ছে মোহনবাগান (Mohun Bagan), সেখানে রোজই কোনও না কোনও ফুটবল ছেড়ে চলে যাচ্ছেন ইস্টবেঙ্গল (East Bengal)। এবার ঘর ছাড়ল লাল-হলুদের 'ঘরের ছেলে' সামাদ আলি মল্লিক (Samad Ali Mallick)। অন্ধ্রপ্রদেশের নতুন আই-লিগ (I-League) ক্লাব শ্রীনিদি ডেকান এফসি (Sreenidi Deccan FC)-তে যোগ দিলেন ডিফেন্ডার সামাদ। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার সামাদকে দলে নেওয়ার খবর জানিয়েছে শ্রীনিদি এফসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একেতে লগ্নিকারী সংস্থা ও ক্লাব কর্তাদের মধ্যে চুক্তি বিতর্ক, তারওপর মাঝে মধ্যেই চলে আসছে ট্রান্সফার ব্যানের খাঁড়া! এসব মিলিয়েই ইস্টবেঙ্গল ফুটবলাররা তাঁদের ভবিষ্যৎ নিয়ে দিশাহীন। তাই কোনও সদুত্তর না পেয়ে নিজেদের কেরিয়ারের কথা ভেবেই বিকল্প রাস্তা দেখে নিচ্ছেন ফুটবলাররা। একের পর এক ফুটবলার শতবর্ষে পা রাখতে চলা লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাব ছেড়ে বেরিয়ে আসছেন।


আরও পড়ুন: Omid Singh র বকেয়া মিটিয়ে দিতে East Bengal কে চিঠি দিল FIFA



২৬ বছরের বাঙালি ফুটবলার এক-আধ বছর নয়, টানা পাঁচ বছর ইস্টবেঙ্গলের জার্সিতে খেলে ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলা সামাদ যদিও ২০২১ সালের জানুয়ারি মাসেই রাউন্ডগ্লাস পঞ্জাব এফসিতে নাম লিখিয়েছিলেন। সেঅর্থে বলা যায় যে পুরনো ঘর আগেই ছেড়েছিলেন সামাদ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)