ওয়েব ডেস্ক: অলিম্পিকের গেমস ভিলেজে ক্রিকেটের ঈশ্বর। হ্যাঁ, সচিন তেন্ডুলকরের কথা হচ্ছে। ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করতে রিওর অলিম্পিক গেমস ভিলেজে যান সচিন তেন্ডুলকর। প্রায় ষাটজন ভারতীয় অ্যাথলিটকে পেপটক দিলেন অলিম্পিকের শুভেচ্ছা দুত সচিন। অন্য কিছু না ভেবে শুধু নিজের সেরাটা দেওয়ার কথা ভাবতে বলেছেন মাস্টার ব্লাস্টার। সচিনের থেকে পরামর্শ পেয়ে খুব খুশি ভারতীয় অ্যাথলিটরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রিও অলিম্পিকে ভাল খবর নেই ভারতীয় টেনিসের জন্য!


ন্যদিকে অলিম্পিকের আসরে দুর্ঘটনা। পুরষদের জিমনাস্টিকের কোয়ালিফিকেশন রাউন্ডে পা ভেঙে গেল ফরাসি জিমনাস্ট সমির আইত সেইদের। ভল্ট দিয়ে মাটিতে নামার সময় তাঁর পায়ের হাড় ভেঙে যায়। হাড় ভাঙার শব্দ নাকি স্টেডিয়াম জুড়ে শোনা গেছে।


আরও পড়ুন  প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে হতাশাজনক পরাজয় বার্সেলোনার