প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে হতাশাজনক পরাজয় বার্সেলোনার

প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে হতাশাজনক পরাজয় বার্সেলোনার। ঐতিহ্যের ওয়েম্বলি স্টেডিয়ামে লিওনেল মেসিদের চার-শূন্য গোলে উড়িয়ে দিল লিভারপুল। পুরনো ক্লাবের বিরুদ্ধে দলের হার মাঠে দাঁড়িয়ে দেখলেন লুই সুয়ারেজ। প্রস্তুতি ম্যাচে নেইমার ছাড়া প্রায় সবাইকেই মাঠে নামিয়েছিলেন বার্সার কোচ লুই এনরিকে। অন্যদিকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজের দলকে দেখে নিতে চেয়েছিলেন লিভারপুলের কোচ জুর্গেন ক্লপ। ম্যাচের শুরুতেই সাডিও মানের গোলে এগিয়ে যায় রেডস। এরপর ওয়েম্বলি জুড়ে ওয়ান ওয়ে ট্র্যাফিক।

Updated By: Aug 7, 2016, 05:18 PM IST
প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে হতাশাজনক পরাজয় বার্সেলোনার

ওয়েব ডেস্ক: প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে হতাশাজনক পরাজয় বার্সেলোনার। ঐতিহ্যের ওয়েম্বলি স্টেডিয়ামে লিওনেল মেসিদের চার-শূন্য গোলে উড়িয়ে দিল লিভারপুল। পুরনো ক্লাবের বিরুদ্ধে দলের হার মাঠে দাঁড়িয়ে দেখলেন লুই সুয়ারেজ। প্রস্তুতি ম্যাচে নেইমার ছাড়া প্রায় সবাইকেই মাঠে নামিয়েছিলেন বার্সার কোচ লুই এনরিকে। অন্যদিকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজের দলকে দেখে নিতে চেয়েছিলেন লিভারপুলের কোচ জুর্গেন ক্লপ। ম্যাচের শুরুতেই সাডিও মানের গোলে এগিয়ে যায় রেডস। এরপর ওয়েম্বলি জুড়ে ওয়ান ওয়ে ট্র্যাফিক।

আরও পড়ুন অলিম্পিকে জঙ্গি নাশকতা নিয়ে চিন্তায় রিও প্রশাসন!

শুরুতেই পিছিয়ে পরে আর ঘুরে দাঁড়াতে পারেননি মেসিরা। লিভারপুলের প্রাক্তন ফুটবলার মাসচেরানোর আত্মঘাতী গোলে আরও পিছিয়ে যায় ক্যাটালিয়ান্সরা। লিভারপুলের তৃতীয় গোলটি ওরিজির। মার্কো গ্রুজিকের গোলে বার্সেলোনার হতাশাজনক হারের সমাপ্তি হয়। প্রস্তুতি ম্যাচে দলের রক্ষণ যা খেল দেখাল সেটা চিন্তা বাড়াবে লুই এনরিকেকে।

আরও পড়ুন  রিও অলিম্পিকে টেবল টেনিসে কেমন ফল করল ভারত?

.