ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলস খেতাব জিতল সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি। গ্র্যান্ডস্লাম জয়ের হ্যাটট্রিকের পাশাপাশি টানা ৮টি খেতাব জিতল ইন্দো-সুইস জুটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রড লেভার এরিনায় নজির গড়ল সানিয়া মির্জা আর মার্টিনা হিঙ্গিস জুটি। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলস খেতাব জিতল ইন্দো-সুইস জুটি। গ্র্যান্ডস্লাম জয়ের হ্যাটট্রিক করলেন স্যান্টিনা। ফাইনালে চেক জুটিকে স্ট্রেট সেটে হারান তারা। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই জুটির মধ্যে। এক ঘণ্টারও বেশি সময়ে টাইব্রেকারে প্রথম সেট জেতেন সানিয়ারা।  দ্বিতীয় সেট সহজেই জিতে খেতাব নিশ্চিত করে ফেলেন সানিয়া-হিঙ্গিস।


এই নিয়ে টানা ৩৬ ম্যাচ জিতল সানিয়া-মার্টিনা জুটি। এরই পাশাপাশি টানা আটটি খেতাব জিতল ইন্দো-সুইস জুটি। গতবছর টানা পাঁচটি খেতাব জিতেছিল বিশ্বের এক নম্বর জুটি। এটি সানিয়া মির্জার দ্বিতীয় অস্ট্রেলিয়ান খেতাব। দুহাজার নয় সালে মহেশ ভূপতির সঙ্গে অসি ওপেন জিতেছিলেন সানিয়া।