জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মাথাচাড়া দিল সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিকের (Shoaib Mallik) (Sania Mirza and Shoaib Mallik) সম্পর্ক শেষের গুঞ্জন! গত নভেম্বর থেকেই, ওয়াঘার দুই পারের দেশের মিডিয়ায়, এই বিষয়ে বিস্তর লেখালিখি হয়েছিল। টেনিস-ক্রিকেটের ইন্দো-পাক প্রেমে দাঁড়ি পড়ে গিয়েছে বলেই পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জং দাবি করেছিল। তবে এবার শোয়েব এমন এক কীর্তি ঘটালেন যা, দেখে দিনের আলোর মতো একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে, তাঁর আর টেনিসের গ্ল্যামগার্লের সম্পর্ক এখন স্রেফ অততী। এতদিন পাক ক্রিকেটারের ইনস্টাগ্রাম বায়োতে লেখা থাকত, Husband to a superwoman @mirzasaniar! এই বাক্যটাই আর নেই। বাকি সবটা এক আছে। এই বিরাট পরিবর্তন দেখেই নেটদুনিয়ার দুয়ে দুয়ে চার করতে কোনও সমস্যাই হয়নি। যদিও সানিয়া বা শোয়েব,কেউই কিন্তু তাঁদের সম্পর্ক নিয়ে একটি শব্দও ব্যয় করেননি কোথাও! তবে ইনস্টা বায়ো বদল অনেক কথাই বলে দিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH | Tilak Varma | IND vs WI: অভিষেকেই ঝলসেছেন তিলক, তাঁর জন্য গর্বিত ম্যান্ডেলার দেশের ভাই



২০১০ সালে ভারতের টেনিস মহারথীর সঙ্গে বিয়ে করেছিলেন শোয়েব। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে, দুই তারকা আলাদা থাকেন। তাঁদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তাঁরা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গিয়েছে। সেলিব্রেটি দম্পতির এই সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্যে  রয়েছে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। শোয়েবের অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলেই শোনা যাচ্ছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উঁচু তারেই বাঁধা। কিন্তু দুই দেশের এই সম্পর্কের চাপানোতোড় কোনও সমস্যা করেনি সানিয়া-শোয়েবের বিয়েতে। ২০০৯ সালে সানিয়ার সঙ্গে শোয়েবের আংটিবদল হয়েছিল হায়দরাবাদে। টেনিসের গ্ল্যামগার্লের সঙ্গে পাক অলরাউন্ডারের এই বিয়ে নিয়ে অবশ্য কম চর্চা হয়নি তখন। ২০১৮ সালে সানিয়া-শোয়েবের ঘর আলো করে আসে ইজহান। যদিও সানিয়ার আগে শোয়েব, আয়েশা সিদ্দিকি নামে এক মহিলার সঙ্গে বিয়ে করেছিলেন বলেই জানা যায়। যদিও এই বিয়ে নিয়ে তর্ক-বিতর্ক রয়েছে।


ঘটনাচক্রে চলতি বছরের শুরুতে সানিয়া তাঁর শেষ অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনাল খেলেছিলেন। তিনি হেরে গেলেও, স্বামী শোয়েব টুইট করে শুভেচ্ছা জানিয়ে ছিলেন। সেই ট্যুইটের জবাবও দিয়েছিলেন সানিয়া। এমনকী স্ত্রী-র সাফল্যে 'সারপ্রাইজ পার্টি'ও দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। সেই পার্টির দুটি ভিডিয়ো সানিয়া আবার নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন। মনে করা হচ্ছিল যে, দুয়ের দূরত্ব নাকি কমেছে!


আরও পড়ুন: WATCH | Cristiano Ronaldo: সাধে তিনি 'হেডমাস্টার', কে আর করবেন এমন! দেখুন রোনাল্ডোর মিসাইল গোল



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)