ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের অন্যতম জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা জানিয়েছেন যে তিনি আগামী টুর্নামেন্টের শেষে টেনিস থেকে অবসর নেবেন। প্রাক্তন ডাবলস চ্যাম্পিয়ন ফেব্রুয়ারিতে দুবাইতে অনুষ্ঠিত হতে চলা WTA 1000 ইভেন্টেই টেনিসকে বিদায় জানাবেন। মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের সাক্ষাৎকারে সানিয়া মির্জা তাঁর অবসরের খবর জানিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মির্জা অবসর গ্রহণের কারণ হিসেবে নিজের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করেছেন। তিনি বহুদিন ধরেই কাফ মাসলের চোটের সমস্যায় ভুগছেন। এর আগে, সানিয়া ২০২২ সালের শেষে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু কনুইয়ের আঘাতের কারণে তিনি ইউএস ওপেন মিস করেন। এরপরেই তাঁর অবসরে আরও বিলম্বিত হয়।


৩৬ বছর বয়সী টেনিস তারকা জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেনে তাঁর শেষ গ্র্যান্ডস্ল্যাম খেলবেন। কাজাখস্তানের আনা দানিলিনার সঙ্গে খেলবেন তিনি।


সানিয়া বলেন যে ২০০৩ সালে পেশাদার টেনিস শুরুর পর থেকে একজন ক্রীড়াবিদ হিসাবে তাঁর যাত্রার অগ্রাধিকার বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। তিনি আরও ব্যাখ্যা করে জানিছেন যে নিজের ফিটনেসকে সর্বোচ্চ পর্যায়ে ধরে রাখা তাঁর অগ্রাধিকার নয়।


আরও পড়ুন: Kapil Dev 64th birthday: কপিল দেবের জন্মদিনে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের ১০ অজানা তথ্য ছবিতে জেনে নিন


মির্জাকে এখনও পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে মান্যতা দেওয়া হয়। তাঁর ঝুলিতে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপা রয়েছে।


তিনি ২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের ডাবলস শিরোপা জিতেছিলেন।


আরও পড়ুন: WATCH | Sarfaraz Ahmed: আট বছর পর স্বামীর টেস্ট সেঞ্চুরি! গ্যালারিতে অঝোরে কাঁদছেন স্ত্রী


অবসরের পরে মির্জা তাঁর বর্তমান বসবাসের শহর দুবাইতে পড়াশোনার বিষয়ে মনোনিবেশ করবেন বলে জানা গিয়েছে। সানিয়া মির্জা এবং তাঁর স্বামী শোয়েব মালিক গত এক দশকেরও বেশি সময় ধরে দুবাইয়ে বসবাস করছেন।


সানিয়া মির্জা ২০০৭ সালে বিশ্বের শীর্ষ ৩০ জন টেনিস খেলোয়াড়ের (মহিলা) মধ্যে একজন ছিলেন। টেনিস চ্যাম্পিয়ন একই বছরে তাঁর সর্বোচ্চ বিশ্ব র‌্যাঙ্কিং ২৭-এ পৌঁছেছিলেন।


এছাড়াও তিনি প্রথম ভারতীয় হিসেবে WTA শিরোপা জিতেছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)