Kapil Dev 64th birthday: কপিল দেবের জন্মদিনে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের ১০ অজানা তথ্য ছবিতে জেনে নিন
কপিল দেবের ৬৪তম জন্মদিনে জেনে নিই এমন ১০টি অজানা ও অবাক করা কিছু ঘটনা, যা প্রথম বিশ্বকাপ জয়কে আরও বেশি স্পেশাল করে তুলেছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৮৩ সালের ২৫ জুন। প্রথমবার বিশ্বকাপ (1983 World Cup) জেতার সুবাদে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) ঘটেছিল নবজাগরণ। কপিল দেবের (Kapil Dev) নেতৃত্বে আন্ডারডগস হিসেবে বিবেচিত ভারতীয় দল (Indian Team) ফাইনালে হারায় গত দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ও সেই সময়ের সর্বশক্তিমান ওয়েস্ট ইন্ডিজকে (West Indies)। লর্ডসের মাঠ সেদিন যেন ভারতীয়দের দখলেই ছিল। স্বাধীনতার পর যেন ব্রিটিশভূমেই ভারতের রাজত্ব স্থাপন করে দিয়েছিলেন কপিল দেব-মহিন্দর অমরনাথ-বলবিন্দর সিং সান্ধু। কপিল দেবের ৬৪তম জন্মদিনে (Kapil Dev 64th Birthday) জেনে নিই এমন ১০টি অজানা ও অবাক করা কিছু ঘটনা, যা প্রথম বিশ্বকাপ জয়কে ( 1983 World Cup Win) আরও বেশি স্পেশাল করে তুলেছিল।