Santosh Trophy: একাধিক গোল হাতছাড়া করে Sikkim-এর বিরুদ্ধে জয়, মূল পর্বে Bengal
সিকিমকে হারিয়ে মূল পর্বে বাংলা।
নিজস্ব প্রতিবেদন: অন্তত পাঁচ থেকে ছয় গোলে জেতা ম্যাচ। কিন্তু দিনের শেষে ১-০ গোলে সিকিমকে (Sikkim) হারিয়ে চলতি সন্তোষ ট্রফির (Santosh Trophy) নক আউটে চলে গেল বাংলা (Bengal)। তাই মূল পর্বে গেলেও ফুটবলারদের খেলায় একেবারেই খুশি নন দলের হেড কোচ রঞ্জন ভট্টাচার্য। বাংলার হয়ে জয়সূচক গোল করেন দিলীপ ওরাও। আগামী ৫ জানুয়ারি কেরলে নক আউট পর্বে খেলতে নামবে বাংলা।
বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে শুরু থেকেই সিকিমকে চাপে রেখেছিল বাংলা। প্রথমার্ধের শুরু থেকেই লাগাতার আক্রমণের ঝড় তোলে রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। তবে গোল আসেনি। ম্যাচের শুরুতেই বক্সের মধ্যে দিলীপ ওরাওকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলা। তবে সহজ গোল মিস করেন মহিতোষ রায়। এরপরেও একাধিক সহজ গোলের সুযোগ হেলায় হারান
মহিতোষ রায়-মহম্মদ ফারদিন আলিরা। তবে শেষ পর্যন্ত ৪২ মিনিটে তুহিন দাসের সেন্টার থেকে গোল করেন দিলীপ ওরাও।
আরও পড়ুন: Diego Maradona: নায়ক, ফুটবলের ব্যাড বয়, সব বিতর্ক পেরিয়ে 'ফুটবল রাজপুত্র' শুধুই এক কিংবদন্তি
এরপর দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ এলেও সেটা হাতাছাড়া করে বাংলার ফুটবলাররা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে মাঠ ছাড়েন দিলীপ ওরাওরা। ম্যাচের শেষে জি ২৪ ঘণ্টাকে রঞ্জন ভট্টাচার্য বলেন, "মূল পর্বে যাওয়ার জন্য স্বস্তি পেলেও দলের খেলায় কিন্তু মন ভরেনি। চ্যাম্পিয়ন হতে গেলে এত গোল হাতাছাড়া করলে চলবে না। ছত্তীসগঢ়ের থেকে এই ম্যাচে ছেলেরা বেশি দাপট দেখিয়েছে। তবে একইসঙ্গে এত গোল হাতাছাড়া করলে চিন্তা তো বাড়বেই।"
আগামী ৫ জানুয়ারি কেরলে নক আউট রাউন্ডে খেলতে নামবে বাংলা। এই ম্যাচের শেষে সব ফুটবলারদের নিজ নিজ ক্লাবের হয়ে আইএফএ শিল্ড খেলার নির্দেশ দিয়েছেন হেড কোচ রঞ্জন ভট্টাচার্য। ১৭ ডিসেম্বর থেকে আবার শুরু হবে বাংলার অনুশীলন।