নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সরফরাজ নওয়াজ থানায় অভিযোগ দায়ের করলেন যে, তাঁকে বুকিরা মৃত্যুর হুমকি দিয়েছে। ৬৮ বছর বয়সী সরফরাজ নওয়াজ বরাবরই ম্যাচ ফিক্সিং এবং বুকিদের বিরুদ্ধে গলা চড়িয়ে কথা বলেছেন। বুকিদের যে, সরফরাজ নওয়াজকে পছন্দ হবে না, তা বলাই বাহুল্য। নিজের শহর ইসলামাবাদের থানায় শুক্রবার সরফরাজ নওয়াজ অভিযোগ দায়ের করেছেন। ইসলামাবাদ থানার এক উচ্চপদস্থ পুলিস বলেছেন, 'সরফরাজ নওয়াজ একটি অভিযোগ দায়ের করেছেন যে, তাঁকে বুকিরা মৃত্যুর হুমকি দিয়েছে। পাশাপাশি, তিনি অনুরোধ করেছেন, যাতে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করে পুলিস।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কুম্বলে সম্পর্কে অশ্বিন যা বললেন, তাতে কুম্বলের গর্ব হতে পারে


সরফরাজ নওয়াজের কথা অনুযায়ী, তিনি গত ১৩ অক্টোবর, তাঁর বন্ধুর সঙ্গে গাড়িতে করে ফিরছিলেন। এই সময় তাঁদের গাড়িটিকে আটকায় অন্য একটি গাড়ি। সেই গাড়ি থেকে দু'জন নেমে আসে। যাদের হাতে অস্ত্রও ছিল। একজন গাড়ির সামনে দাঁড়ায়। অন্যজন তাঁদের কাছে এসে হুমকি দিয়ে বলে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এবং বুকিদের বিরুদ্ধে তিনি যেন আদালতকে কোনও জবানবন্দি না দেন। না হলে, তাঁর প্রাণের সংশয় আছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ভয়ে রয়েছেন সরফরাজ। প্রসঙ্গত, ক্রিকেট কেরিয়ারে সরফরাজ নওয়াজ টেস্টে মোট ১৭৭টি উইকেট পেয়েছেন এবং একদিনের ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৬৩টি।


আরও পড়ুন  রবিবার ওয়াংখেড়েতে মাঠে নামলেই ডাবল সেঞ্চুরি করবেন বিরাট কোহলি