Lionel Messi: অবিশ্বাস্য প্রস্তাব! মেসিকে দলে নেওয়ার জন্য বছরে ৪০ কোটি ইউরো দিতে চায় সৌদি আরবের আল হিলাল
লিওনেল মেসি এই মুহূর্তে প্যারিস সঁ জরমঁ-এর সঙ্গে চুক্তিবদ্ধ। বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর চ্যাম্পিয়ন করিয়েছেন `এলএম টেন`। কাপ যুদ্ধের পর পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ইতিমধ্যে পিএসজি-র হয়ে মাঠে নেমে পড়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় দুই দশক ইউরোপ দাপিয়ে বেড়ানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কেরিয়ারের পড়ন্ত বেলায় সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল নাসেরে (Al Nassar) পা রেখেছেন। এদিকে, সৌদির ক্লাবটির সঙ্গে 'সিআর সেভেন'-এর (CR 7) চুক্তি হতেই সক্রিয় হয়ে উঠেছে, তাদের প্রধান প্রতিপক্ষ আল হিলাল (Al Hilal)। শোনা যাচ্ছে বছরে ৪০ কোটি ইউরোর বেশি রেকর্ড অর্থে লিওনেল মেসিকে (Lionel Messi) দলে নিতে চাইছে এই ক্লাব। দরাদরি করতে ইতিমধ্যেই নাকি রিয়াধে পৌঁছে গিয়েছেন মেসির বাবা জর্জ মেসি (George Messi)। যদিও আল হিলালের তরফ থেকে এখনও এই ইস্যু নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
প্যারিস সঁ জরমঁ-তে (Paris Saint Germain) মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে আগামী ৩০ জুন। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন। বার্সেলোনা (Barcelona FC) তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এমনকি শোনা যাচ্ছে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিও নাকি আগ্রহী আর্জেন্টাইন তারকাকে পেতে চাইছে। তবে সেই খবর ইতিমধ্যেই উড়িয়ে দিয়েছেন খোদ মেসি।
আরও পড়ুন: Cristiano Ronaldo: সৌদির স্কুলে মারধরের শিকার রোনাল্ডোর সন্তানরা! বিস্ফোরণ ঘটালেন বান্ধবী জর্জিনা
আরও পড়ুন: Lionel Messi vs PSG: বেতনবৃদ্ধি নিয়ে মেসি-পিএসজি কর্তাদের বিবাদ তুঙ্গে, চুক্তি বাড়াবেন 'এলএম টেন'?
গত মাসে সৌদি আরবে গিয়েছিলেন মেসির বাবা জর্জ মেসি। তখন গুঞ্জন উঠেছিল, মেসির ভবিষ্যৎ নিয়ে আল হিলাল ক্লাবের প্রতিনিধিদের আলোচনা করতেই নাকি সৌদি আরবে গিয়েছিলেন তাঁর বাবা ও এজেন্ট। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ তখন জানিয়েছিল, মেসির বাবার সৌদিতে যাওয়া সেই দেশের পর্যটন বোর্ডের আমন্ত্রণে। মেসি আগেই সৌদি পর্যটন বোর্ডের দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এরমধ্যেই আল হিলালের সঙ্গে মেসির সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে আলোচনা তুঙ্গে ওঠে। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডো গত জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসের ক্লাবে যোগ দেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলারকে দলে নিয়ে নিজেদের দেশের ফুটবলকে জমিয়ে দিতে চায় সৌদি আরব।
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। সেইজন্য বিশ্ব ফুটবলে নিজেদের চেনানোর একটা প্রচেষ্টা তাদের থাকতেই পারে। রোনাল্ডোকে আল নাসের নেওয়ার পর থেকে বিশ্ব ফুটবলের কাছে একটা বার্তা দেওয়া হয়েছে। এবার মেসি যদি রেকর্ড অর্থে আল হিলালে সই করে দেন, তাহলে আখেরে সৌদি আরবের ফুটবলের প্রচার আরও বাড়বে। সৌদি প্রো লিগে আল নাসের ও আল হিলালের দ্বৈরথকে 'ক্লাসিকো' হিসেবে তুলনা করে থাকেন অনেকে। আল নাসেরে রোনাল্ডো তো আছেনই, এবার মেসি যদি আল হিলালে যোগ দেন তাহলে সেই দ্বৈরথের মাত্রা আরও বাড়বে। সেটা আর বলার অপেক্ষা রাখে না।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)