নিজস্ব প্রতিবেদন: টেস্ট সিরিজে হার অতীত। তাই টেস্ট ও সিরিজ হেরে যাওয়া সেই কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে নেমে পড়ল টিম ইন্ডিয়া (Team India)। এ দিনের অনুশীলনের মধ্যমণি ছিলেন শিখর ধওয়ান (, Shikhar Dhawan)। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন ‘গব্বর’। তাই এই বাঁহাতি ওপেনারের দিকে থাকবে বিশেষ নজর।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিকে একদিনের দলে থাকা আট ক্রিকেটার নেমে পড়লেন অনুশীলনে। জোরকদমে নেট সেশনে ঘাম ঝরান ধওয়ানসহ ভুবনেশ্বর কুমার, সূর্যকুমার যাদবরা। ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান, প্রসিধ কৃষ্ণা, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহালরাও নেটে অনুশীলন করেন।


১৯ জানুয়ারি পার্লে আয়োজিত হবে সিরিজের প্রথম একদিনের ম্যাচ। ২১ জানুয়ারি আয়োজিত হবে দ্বিতীয় একদিনের ম্যাচ। ২৩ তারিখ সিরিজের শেষ একদিনের ম্যাচ হবে কেপটাউনে।


আরও পড়ুন: SAvsIND: Virat Kohli-র আচরণে বেজায় ক্ষুব্ধ Shane Warne, Adam Gilchrist


আরও পড়ুন: SAvsIND: সিরিজ জিতেই Kohli-র Team India-কে কোন ইস্যু নিয়ে খোঁচা দিলেন Dean Elgar?


রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এই সিরিজে নেই। তাঁর বদলে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। সীমিত ওভারের নেতৃত্ব হারানোর পর এই প্রথম বার তিনি একদিনের সিরিজ খেলতে নামবেন।


টেস্টের মত একদিনের ফরম্যাটেও তাঁর ব্যাট থেকে তিন অঙ্কের রান আসেনি। ২০১৯ সালে বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে পরপর দুটি শতরান করেছিলেন কোহলি। এর পর থেকে সাদা বলের ক্রিকেটে তাঁর ব্যাট শান্ত। ২০১৭-১৮ মরশুমেও টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর সীমিত ওভারের সিরিজে দাপট দেখিয়েছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। একদিনের সিরিজ ৫-১ ব্যবধানে জেতার পাশাপাশি ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি জিতেছিল ভারতীয় দল। এ বারও সাদা বলের ক্রিকেটে কেএল রাহুলের দল দাপট দেখাতে পারে কিনা সেটাই দেখার।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)