SAvsIND: `দেশ এগারো জনের বিরুদ্ধে খেলছে`! স্টাম্প মাইকে ক্ষোভ উগরে বিতর্কে Virat Kohli
`স্টাম্প মাইক গেট` বিতর্কে উত্তাল কেপটাউন টেস্ট।
নিজস্ব প্রতিবেদন: সিরিজের ফলাফল যাই হোক, কেপটাউন টেস্টের তৃতীয় দিন 'স্টাম্প মাইক গেট' বিতর্ক হিসেবেই সবাই মনে রাখবে। গত টেস্টের মত চলতি ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ডিন এলগার (Din Elgar) একটা দিক আগলে রেখেছিলেন। আর ঠিক সেই সময় শুরু হল বিতর্ক।
দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২০.৪ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) বলে এলগারকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার মারিয়াস এরাসমাস। সঙ্গে সঙ্গে রিভিউ নেন এলগার। বল পিচড করা থেকে ইমপ্যাক্ট পর্যন্ত সব কিছুই আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থন করছিল। তবে ট্র্যাকিংয়ে হঠাৎই দেখা যায় যে বল স্টাম্পের উপর দিয়ে চলে যাচ্ছে। আর এরপরেই গর্জে ওঠেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)।
স্টাম্প মাইকের কাছে গিয়ে কোহলি থেকে শুরু করে অশ্বিন-কে এল রাহুলরা প্রতিবাদ জানাতে থাকেন। টিম ইন্ডিয়ার অভিযোগ, ‘গোটা দেশ ভারতের এগারো জনের বিরুদ্ধে খেলছে!’
আম্পায়ার মারিয়াস ইরাসমাসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নেন এলগার। সেখানে দেখা যায় বল এলগারের পা ছুঁলেও উইকেটের উপর দিয়ে চলে যাচ্ছে। উইকেটে লাগার কোনও সম্ভাবনাই ছিল না বলের। তৃতীয় আম্পায়ার আল্লাহুডিয়েন পালেকর ইরাসমাসকে নির্দেশ দেন সিদ্ধান্ত বদল করার জন্য। সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরক্তি ফুটে ওঠে। সকলে অবাক হয়ে যান। বল এলগারের পায়ের যেখানে লেগেছে সেখান থেকে এতটা উপরে কী করে যাওয়া সম্ভব বুঝতেই পারছিলেন না আম্পায়াররা। খোদ ইরাসমাস বলে ওঠেন, ‘অসম্ভব!’
আরও পড়ুন: South Africa vs India: প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? উত্তরের অপেক্ষায় কেপটাউন
আর এরপরেই মেজাজে হারিয়ে কোহলি স্টাম্প মাইকের কাছে গিয়ে কথা শুরু করে দেন ‘দারুণ ডিআরএস, খুব ভাল খেললে।‘ কে এল রাহুল আবার বলেন, ‘গোটা দেশ খেলছে ১১ জনের বিরুদ্ধে।‘ কোহলিকে ফের বলতে শোনা যায়, ‘তোমাদের দল যখন বল পালিশ করে, তখন তাদের উপরেও ক্যামেরা তাক করো। শুধু বিপক্ষ খেলোয়াড়দের উপর নয়।’ পরে কোহলিকে স্টাম্প থেকে দূরে সরে যাওয়ার সময় এও বলতে শোনা যায় যে, ‘ব্রডকাস্টাররা এভাবেই অর্থ উপার্জন করে।’ কোহলি কটাক্ষের সুরে বলেন, ‘ওয়েল ডান ডিআরএস।’
একদিকের স্টাম্পে যখন এই ধরনের কথা উঠে আসছে, সেই সময় উল্টো দিকের উইকেটে কথা বলতে শোনা যায় অশ্বিনকে। তাঁর অভিযোগের তির দক্ষিণ আফ্রিকার সম্প্রচারকারী সংস্থার (সুপারস্পোর্ট) বিরুদ্ধে। তিনি বলেন, ‘অন্য ভাবে জেতার পথ খোঁজা উচিত সুপারস্পোর্টের।’
যদিও সুপারস্পোর্টের পক্ষ থেকে পরবর্তী সময় টুইট করে সেই ডিআরএস-এর ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। তাদের মতে পিচে বাউন্স রয়েছে। সেই কারণেই বলের উচ্চতা রয়েছে। এলগার সেই কারণেই আউট হননি ওই বলে।
তবে দিনের শেষে এলগারের উইকেট নেন বুমরা। কেপ টাউনে জিততে হলে আরও আটটি উইকেট নিতে হবে ভারতকে। দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১১১ রান। কিন্তু এই বিতর্কের রেশ যে রয়েই গেল।