নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) ও বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের (Sree Cement) চুক্তি জট এখনও অব্যাহত! বৃহস্পতিবার অর্থাৎ গতকাল লাল-হলুদের কার্যকরী কমিটি জরুরী বৈঠক বসেছিল বিকেল পাঁচটায়। বৈঠকের মাঝ পথেই চুক্তি মধ্যস্থতাকারীদের ফোনে সেই বৈঠক স্থগিত হয়ে যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার অর্থাৎ আজ লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে ফের কার্যকরী কমিটির বৈঠক। এখন প্রশ্ন এদিনের বৈঠকের পর কি শ্রী সিমেন্টের সঙ্গে আদৌ সমস্যা মিটবে ইস্টবেঙ্গলের? গতকালের বৈঠকের ক্লাব সূত্রের যে খবর পাওয়া গিয়েছে, তাতে কিছুটা হলেও আশার আলো দেখতে পারেন লাল-হলুদ ফ্যানেরা। 


আরও পড়ুন: SC East Bengal: চুক্তিপত্রে সই করছে না ইস্টবেঙ্গল! সূত্রের খবর এমনটাই


শ্রী সিমেন্টের পাঠানো পরিমার্জিত চূড়ান্ত চুক্তিপত্রের কয়েকটি বিষয় নিয়ে ইস্টবেঙ্গল আলোচনা করে দেখবে। তবে ইস্টবেঙ্গলের বক্তব্য, যে তাদের শর্ত মেনে নেওয়া হলে ইস্টবেঙ্গল চুক্তিতে সই করার কথা ভেবে দেখতে পারে। এখন দেখান শুক্রের বৈঠকে নতুন কোন দিকে মোড় নেয়!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)